‘গো’-তে কাজ হয়নি, কেন্দ্রীয় মন্ত্রীর এবার কাতর আর্জি ‘নো করোনা নো’

ঋদ্ধীশ দত্ত |

Dec 27, 2020 | 10:57 PM

আঠাওলে এদিন নতুন স্লোগান তুলে বলেছেন, 'নো করোনা নো'। আসলে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খবর প্রচার আসার পরই এই নতুন স্লোগান আবিষ্কার করেছেন তিনি।

গো-তে কাজ হয়নি, কেন্দ্রীয় মন্ত্রীর এবার কাতর আর্জি নো করোনা নো
'গো'-তে কাজ হয়নি, কেন্দ্রীয় মন্ত্রীর এবার কাতর আর্জি 'নো করোনা নো'

Follow Us

নয়া দিল্লি: বিতর্কিত মন্তব্য করে হোক বা উদ্ভট স্লোগান দিয়ে। সংবাদমাধ্যমের আলোচ্য বস্তু হয়ে হয়ে থাকার কৌশলটা ভালভাবেই রপ্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওলে (Ramdas Athawale)। তখন করোনার সংক্রমণ সবে ভারতে ছড়াতে শুরু করেছে। ক্যামেরার ঝলকানির সামনেই আচমকা স্লোগান তুলে দিলেন তিনি। বলে উঠলেন, ‘গো করোনা গো’। সেই শুনে বাকিরাও সেটাই বলতে লাগলেন। তাও আবার নানা সুরে নানা ভাবে। কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ার ‘খোরাক’ হয়ে উঠেছিল আঠাওলের ‘গো করোনা গো’।

সেই ঘটনার পর কয়েক মাস পেরিয়েছে। এখন ভারতবাসী যখন করোনার ভ্যাকসিনের অধীর অপেক্ষায় রয়েছে, তখনই নতুন স্লোগান শোনা গেল তাঁর মুখে। আঠাওলে এদিন নতুন স্লোগান তুলে বলেছেন, ‘নো করোনা নো’। আসলে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খবর প্রচার আসার পরই এই নতুন স্লোগান আবিষ্কার করেছেন তিনি। এতে করোনা ঠেকানো না গেলেও সোশ্যাল মিডিয়ায় ফের একবার ভাইরাল হওয়ারা আশা তিনি করতেই পারেন। তাই এবার কেন্দ্রীয় মন্ত্রীর নতুন স্লোগান ‘নো করোনা করোনা নো’ হতে চলেছে।’

আরও পড়ুন: কৃষকদের জন্য ‘ন্যায়’ চেয়ে আত্মহত্যা আইনজীবীর, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সুইসাইড নোট

তাঁর মনোবাঞ্ছা পূরণে অবশ্য বেশি সময় নেননি নেটিজেনরা। ইতিমধ্যেই আঠাওলের নতুন স্লোগান নিয়ে মিমের ঝড় উঠেছে। কেউ লিখছেন, ‘ওঁকে সেরা সাহিত্যিকের জন্য অস্কার দেওয়া হোক।’ কেউ আবার দেশের অন্যান্য পেশাদার কমেডিয়ানদের সঙ্গে তাঁর তুলনা করতে শুরু করে দিয়েছেন। দেখুন টুইটারে ভাইরাল সেরকম কিছু মিম।

আরও পড়ুন: রাহুলই বলছেন কর্পোরেটদের কাছে ফসল বিক্রি করলে বেশি লাভ কৃষকদেরই!

Next Article