দেরিতে এল বর্ষা, স্বস্তি দিল্লিবাসীর

জুন (June) মাসে বর্ষা ঢোকার কথা থাকলেও এবার দিল্লিতে বেশ দেরিতে বৃষ্টি নামল। সারা দেশের নানা জায়গায় ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। দিল্লি ভিজল মঙ্গলবার

দেরিতে এল বর্ষা, স্বস্তি দিল্লিবাসীর
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 1:25 PM

নয়াদিল্লি: রাজধানীতে এবার বেশ দেরিতেই এল বর্ষা (Rain)। আজ সকাল থেকেই দিল্লিতে (Delhi) বৃষ্টি হচ্ছে। জানা গিয়েছে, গত ১৫ বছরে এবার বর্ষা সবচেয়ে দেরিতে এল দিল্লিতে। অন্যদিকে, সকাল থেকেই ভিজতে শুরু করায় স্বস্তি দিল্লিবাসীর। প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে উঠেছিল মানুষ। সারাদিন ধরেই বৃষ্টি চলার সম্ভাবনা।

দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুরুগ্রাম, ফরিদাবাদ, বাহাদুরগড়, ইত্যাদি অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস। আজ দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস ছিল না। তবে সারাদিন ধরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মনে করা হচ্ছে। এর আগে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার বৃষ্টিতে ভিজবে রাজধানী।

জুন মাসে বর্ষা ঢোকার কথা থাকলেও এবার দিল্লিতে বেশ দেরিতে বৃষ্টি নামল। সারা দেশের নানা জায়গায় ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। দিল্লি ভিজল মঙ্গলবার। অনেক দিন থেকেই বৃষ্টি চাইছিল দিল্লিবাসী। মরশুমের প্রথম বর্ষা পেয়ে খুশি সকলেই। বৃষ্টিতে তাপমাত্রা খানিকটা নেমেছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের খেকড়া, হরিয়ানার গোহানা-সহ একাধিক জায়গায়। দিল্লিতে কেন দেরিতে বর্ষা এল তা আগামী দিনে জানানো হবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আপাতত স্বস্তি। তাপমাত্রার দাপট থেকে মুক্তি দিল্লিবাসীর। আরও পড়ুন: ডিজিটাল হচ্ছে সংসদ, বাদল অধিবেশনের আগে একাধিক ঘোষণা স্পিকার ওম বিড়লার