
নয়া দিল্লি: সিঁদুরের বদলা সিঁদুরে। পহেলগাঁওতে ২৬ জন নিরাপরাধ হিন্দুকে হত্যা করেছিল জঙ্গিরা। তাদের বিধবা স্ত্রী-দের সিঁদুরের বদলা নিল ভারত, ‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে সেনাবাহিনী ধ্বংস করেছে জঙ্গিদের ঘাঁটি। খতম করা হয়েছে জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ জনকে। তবে এখানেই শেষ নয়। আরও বড় কিছু করতে চলেছে সেনাবাহিনী? এমনটাই ইঙ্গিত দিলেন প্রাক্তন সেনা প্রধান মনোজ নারাভানে। লিখলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়’।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা চালিয়েছিল জঙ্গিরা। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছিল সেখানে। ২৬ জন পর্যটকের হত্যার বদলা নিতে যোগ্য জবাব দিতে হবে, তা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতৃত্বরা।
সত্যিই সেই জবাব দিল ভারত। ১৫ দিন পরই ‘অপারেশন সিঁদুরে’র মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করল ভারত। ৯ জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হল। ভারতের এই প্রত্যাঘাতে গর্বিত দেশবাসী। তবে প্রাক্তন সেনা প্রধান মনোজ নারাভানে দিলেন অন্য ইঙ্গিত। এক্স হ্যান্ডেলে তিনি শুধু লিখলেন একটাই কথা, “পিকচার আভি বাকি হ্যায়”।
Abhi picture baki hai…
— Manoj Naravane (@ManojNaravane) May 7, 2025
এরপরই জল্পনা শুরু হয়েছে, ভারতের কী আরও প্রত্যাঘাতের পরিকল্পনা রয়েছে? কখন আবার পাকিস্তানের উপরে আঘাত হানবে সেনাবাহিনী? উঠছে সেই প্রশ্ন। বালাকোট এয়ারস্ট্রাইকের সময় সেনা প্রধান ছিলেন মনোজ মুকুন্দ নারাভানে। পাকিস্তানে অভিযান চালানো হয়েছিল তার কম্যান্ডেই। তার তাঁর কথা ফেলা যায় না।
অনেকেই আবার প্রাক্তন সেনাকর্তার এই বক্তব্যের ব্যাখ্যায় বলেছেন, এই হামলার পর পাকিস্তান হয়তো হাত গুটিয়ে থাকবে না। তারা যদি ফের হামলা চালায়, তবে ভারতও পাল্টা জবাব দেবে। সেই কারণেই এই কথা বলেছেন প্রাক্তন সেনা প্রধান।
প্রসঙ্গত, ইতিমধ্যেই একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্য়াবিনেট বৈঠক করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, পুলিশ প্রধান ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন।