VIDEO: একই গাছে টম্যাটোও ফলছে, আবার আলুও! অসাধ্য সাধন করে দেখাল এই জাদুকর গাছ
Grafting of Potato and Tomato: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে গাছের ডালে ঝুলছে লাল লাল টম্যাটো। ডালে রসালো টম্যাটো, আর মাটির নীচ থেকে উঁকি মারছে বড় বড় আলু। একই গাছে উপরে টম্যাটো, নীচে আলু। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন 'এগ্রোটিল' নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী।

নয়া দিল্লি: যাঁদের বাড়িতে বাগান আছে কিংবা বাড়ির ছাদে গাছপালা রয়েছে, যাঁরা নিয়মিত গাছের পরিচর্যা করেন, তাঁদের কাছে কলম খুব পরিচিত একটি শব্দ। গোলাপ গাছের কলম, জবা গাছের কলম কিংবা পেয়ারা বা কুল গাছের কলমের কথা তো অনেক শুনেছেন। তবে সেগুলি সব সমগোত্রীয়। মানে এক জাতের গোলাপের সঙ্গে অন্য জাতের গোলাপের কলম। এক জাতের পেয়ারার সঙ্গে অন্য জাতের পেয়ারার কলম। তবে যদি আপনাকে বলা হয় একই গাছে টম্যাটোও ফলবে, আবার আলুও পাবেন? ভাবছেন ওই আবার হয় নাকি? এই অসাধ্য সাধনই এবার করে দেখিয়েছেন এক ব্যক্তি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে গাছের ডালে ঝুলছে লাল লাল টম্যাটো। ডালে রসালো টম্যাটো, আর মাটির নীচ থেকে উঁকি মারছে বড় বড় আলু। একই গাছে উপরে টম্যাটো, নীচে আলু। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ‘এগ্রোটিল’ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ভিডিয়োয় দাবি করা হচ্ছে, কলম পদ্ধতিতেই আলু গাছ ও টম্যাটো গাছকে মিশিয়ে এটি করা হয়েছে। আর এই গাছ বেশ লাভদায়ক বলেও দাবি করা হচ্ছে। ভাইরাল ভিডিয়োয় দাবি করা হচ্ছে, এই গাছ থেকে দেড় কেজি আলু এবং প্রায় দুই কেজি টম্যাটো পাওয়া যাচ্ছে এই গাছ থেকে।
View this post on Instagram
ওই ব্যক্তি এই গাছের নামও দিয়েছেন। আলু ও টম্যাটো গাছের মিশ্রণে এই হাইব্রিড গাছের তিনি নাম দিয়েছেন পম্যাটো (পটেটো ও টম্যাটো মিলিয়ে)। ভাইরাল ভিডিয়ো দাবি করা হচ্ছে, এই ‘পম্যাটো’ গাছের মাধ্যমে নাকি কৃষকরা দ্বিগুণ আয়ের পথ দেখতে পারবেন।
