Asaduddin Owaisi: ‘স্বীকৃত ভিখারি’, পাকিস্তানকে নতুন নাম দিলেন ওয়াইসি

Asaduddin Owaisi: সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ দিন হায়দরাবাদের সাংসদ বলেন যে পাকিস্তানের পরমাণু যেন নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তা বিশ্বের শক্তিধর দেশগুলির নিশ্চিত করা উচিত।

Asaduddin Owaisi: স্বীকৃত ভিখারি, পাকিস্তানকে নতুন নাম দিলেন ওয়াইসি
আসাউদ্দিন ওয়াইসি।Image Credit source: PTI

|

May 11, 2025 | 11:48 AM

হায়দরাবাদ: দেশের দৈন্য অবস্থা, বিশ্বের দরবারে হাত পেতেছে পাকিস্তান। আন্তর্জাতিক অর্থ তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছ থেকে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ১০০ কোটি ডলার আর্থিক সাহায্য পাচ্ছে পাকিস্তান। এই খবর শুনেই এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি পাকিস্তানকে কটাক্ষ করে বললেন, “স্বীকৃত ভিখারি”

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এ দিন হায়দরাবাদের সাংসদ বলেন যে পাকিস্তানের পরমাণু যেন নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তা বিশ্বের শক্তিধর দেশগুলির নিশ্চিত করা উচিত। ওয়াইসি বলেন, “ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। পশ্চিমি দেশগুলির বোঝা উচিত যে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র। প্রতিটি দেশের উচিত পাকিস্তানের পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করে দেওয়া হবে। ওরা গোটা মানব সভ্যতার জন্য ঝুঁকি।”

আইএমএফের কাছ থেকে পাকিস্তানের ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের খবরে ক্ষুব্ধ সাংসদ। আসাউদ্দিন ওয়াইসি বলেন, “এরা (পাকিস্তান) তো স্বীকৃত ভিখারি। আইএমএফের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের ঋণ নিয়েছে। আইএমএফ পাকিস্তানকে নয়, সে দেশের  আন্তর্জাতিক জঙ্গি সংগঠনকে টাকা দিয়েছে। কীভাবে আমেরিকা, জাপান, জার্মানি এই প্রস্তাবে রাজি হল? এই টাকা কখনও পাকিস্তানে দারিদ্রতা দূর করতে বা পোলিও মেটাতে ব্যবহার করা হবে না…এই অর্থ ভারতের বিরুদ্ধে সন্ত্রাস কার্যকলাপেই ব্যবহার করা হবে।”

প্রতিবেদনটি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।