BJP Meeting: থাকবে না বঙ্গ বিজেপির বড় মুখ, উত্তর-পূর্বের ১২ রাজ্যকে নিয়ে আজ প্রথম সাংগঠনিক বৈঠক বিজেপির
BJP: পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মোট ১২টি রাজ্যের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার রাজ্য বিজেপির নেতারা এই বৈঠকে যোগ দেবেন।
গুয়াহাটি: লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ৩০০-রও বেশি আসনে জয় নিশ্চিত করতেই সমস্ত রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার বিজেপির প্রথম পর্যায়ের সাংগঠনিক বৈঠক বসছে অসমের গুয়াহাটিতে। আজ সকাল ১০টায় এই বৈঠক শুরু হবে। এদিনের বৈঠকে মূলত পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করবেন শীর্ষ নেতৃত্বরা।
জানা গিয়েছে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মোট ১২টি রাজ্যের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরার রাজ্য বিজেপির নেতারা এই বৈঠকে যোগ দেবেন। রাজ্য সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব ও ইন-চার্জদের বৈঠকে যোগ দেওয়ার জন্য় আমন্ত্রণ জানানো হয়েছে। বঙ্গ বিজেপির নেতাদেরও আমন্ত্রণ জানানো হলেও, দু’দিন বাদেই পঞ্চায়েত নির্বাচন হওয়ায়, অধিকাংশ নেতাই যেতে পারবেন না।
শুধু উত্তর-পূর্ব ভারতই নয়, গোটা দেশকেই মোট তিনটি জোনে ভাগ করে পরপর তিনদিন বৈঠকে বসবেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আজকের বৈঠকের পর আগামিকাল, ৭ জুলাই উত্তর ও মধ্য ভারতের ১৪টি রাজ্যের নেতাদের নিয়ে বৈঠক করা হবে। দিল্লিতে বিজেপির সদর দফতরেই এই বৈঠক হবে। এরপরে, আগামী ৮ জুলাই দক্ষিণ ভারতের মোট ১১টি রাজ্যের নেতাদের নিয়ে হায়দরাবাদে বৈঠক করা হবে।