Assault: ভেন্টিলেটরে ছিলেন এয়ার হস্টেস, সেই অবস্থাতেই যৌন হেনস্থা! মারাত্মক অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে
Assault: পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারীণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

নয়া দিল্লি: হাসপাতালের বিছানায় শোয়া রোগী। সেখানেই তাঁকে যৌন হেনস্থার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোটা ঘটনার।
গুরুগ্রামের বাসিন্দা ৪৬ বছরের এক বিমানসেবিকা একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ এনেছেন। পুলিশি অভিযোগে ওই মহিলার দাবি, গত ৫ এপ্রিল তিনি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আইসিইউ-তে ভর্তি ছিলেন। গত ৬ এপ্রিল ভেন্টিলেটরে থাকাকালীন তাঁকে যৌন হেনস্থা করে হাসপাতালের কয়েকজন কর্মী।
৯ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বাড়ি ফিরে স্বামীকে হেনস্থার ঘটনা জানান। এরপর তারা সদর পুলিশ স্টেশনে গিয়ে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারীণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগকারী মহিলার দাবি, তাঁর যৌন হেনস্থা করা হচ্ছে, এটা বুঝতে পারলেও, এতটাই দুর্বল ছিলেন যে কিছু বলতে বা বাধা দিতে পারছিলেন না। তাঁর দাবি, ওই সময় রুমে দুইজন নার্স উপস্থিত ছিলেন, কিন্তু তারা দেখেও বাধা দেননি।
এদিকে, বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, তারা তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। পুলিশকে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।





