RSS meeting: পালাক্কাড়ে ৩ দিনের RSS-র বৈঠক শুরু, উপস্থিত ভাগবত-নাড্ডা
RSS meeting: প্রথম দিনের বৈঠকে বিজেপি সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার, সাধারণ সম্পাদক বজরং বাগরা, এবিভিপি-র সম্পাদক আশিস চৌহান উপস্থিত ছিলেন। আরএসএস-র ৩২টি শাখা সংগঠনের প্রায় ৩০০ জন কার্যকতা এদিনের বৈঠকে অংশ নেন। তার মধ্যে মহিলারাও রয়েছেন।
পালাক্কাড়: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনদিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক শুরু হল কেরলের পালাক্কাড়ে। শনিবার এই বৈঠক শুরু হয়। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। RSS প্রধান মোহন ভাগবত বৈঠকের প্রথম দিন উপস্থিত ছিলেন। ছিলেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবালে। আরএসএস-র বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা অংশ নেন বৈঠকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এদিনের বৈঠকে ছিলেন।
প্রথম দিনের বৈঠকে বিজেপি সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার, সাধারণ সম্পাদক বজরং বাগরা, এবিভিপি-র সম্পাদক আশিস চৌহান উপস্থিত ছিলেন। আরএসএস-র ৩২টি শাখা সংগঠনের প্রায় ৩০০ জন কার্যকতা এদিনের বৈঠকে অংশ নেন। তার মধ্যে মহিলারাও রয়েছেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
বৈঠকের শুরুতে ওয়েনাডে বিধ্বংসী ধসের কথা উল্লেখ করা হয়। আরএসএস এই ধস মোকাবিলায় কীভাবে কাজ করেছে, তা তুলে ধরা হয়। ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। আরএসএস-র বিভিন্ন শাখার সম্পাদকরা তাঁদের কাজের বিষয় তুলে ধরবেন বৈঠকে। বিভিন্ন তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদান করবেন। এছাড়া বর্তমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কীভাবে এগিয়ে যাওয়া যাবে, তা নিয়ে আলোচনা হবে এই তিনদিনের বৈঠকে।