Mass Sick Leave: গণ সিক লিভ কাটিয়ে ফিরছেন বিমান কর্মীরা! পরিষেবা ছন্দে আনতে নাকানি চোবানি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের

Air India Express: ধীরে ধীরে ছন্দ ফিরছে উড়ান সংস্থার ভিতরে। সংবাদ সংস্থা পিটিআইকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক আধিকারিক জানিয়েছেন, বিমান পরিষেবা ও নেটওয়ার্ক আবার ছন্দে ফেরাতে শুরু করেছে উড়ান সংস্থা। অন্যদিকে কেবিন ক্রু সংগঠনও জানিয়েছে, যারা সিক লিভ নিয়েছিলেন, তারা আবার কাজে ফিরেছেন।

Mass Sick Leave: গণ সিক লিভ কাটিয়ে ফিরছেন বিমান কর্মীরা! পরিষেবা ছন্দে আনতে নাকানি চোবানি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের
Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: May 12, 2024 | 9:17 PM

মুম্বই: গণ সিক লিভের ধাক্কা কাটিয়ে আবার ছন্দে ফিরতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। টাটা গোষ্ঠীর মালিকানাধীন উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কেবিন ক্রু-দের একাংশ কর্মবিরতি শুরু করে দিয়েছিলেন। একেবারে গণ সিক লিভ নিয়ে বসেছিলেন। এবার আবার ধীরে ধীরে ছন্দ ফিরছে উড়ান সংস্থার ভিতরে। সংবাদ সংস্থা পিটিআইকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক আধিকারিক জানিয়েছেন, বিমান পরিষেবা ও নেটওয়ার্ক আবার ছন্দে ফেরাতে শুরু করেছে উড়ান সংস্থা। অন্যদিকে কেবিন ক্রু সংগঠনও জানিয়েছে, যারা সিক লিভ নিয়েছিলেন, তারা আবার কাজে ফিরেছেন।

টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই উড়ান সংস্থা দিনে প্রায় ৩৮০ টি বিমান পরিষেবা দিয়ে থাকে। রবিবারও তাদের অন্তত ২০টি বিমান বাতিল করা হয়েছিল বলে উড়ান সংস্থার ওই সূত্র জানাচ্ছে। তাঁর দাবি, মঙ্গলবার সকালের মধ্যে বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। যদিও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি পাওয়া যায়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্দরমহলে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। উড়ান সংস্থার অব্যবস্থাপনার অভিযোগে একাংশের কেবিন ক্রু-দের কর্মবিরতির জেরে শতাধিক বিমান বাতিল করতে বাধ্য হয়েছিল উড়ান সংস্থা।

কর্মীদের এমন ধর্মঘট ডাকায় বেজায় সমস্যায় পড়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে লেবার কমিশনকে হস্তক্ষেপ করতে হয়। কমিশনের মধ্যস্থতায় বৈঠকে বসে উড়ান সংস্থা ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এমপ্লয়িজ ইউনিয়ন। ২৫ জন কেবিন ক্রু-এর টার্মিনেশন লেটার ফিরিয়ে নিতে রাজি হয় উড়ান সংস্থা। এরপর রবিবার উড়ান সংস্থার কর্মী সংগঠনের তরফে জানানো হয়, যে সব কেবিন ক্রু সিক লিভ নিয়ে ছুটিতে গিয়েছিলেন, তাঁরা আবার কাজে ফিরছেন।