নয়া দিল্লি : স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অংশ হিসেবে স্কুলগুলিতে পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে সূর্য নমস্কার (Surya Namaskar) করোনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। আজাদি কা অমৃত মহোৎসব পালনের অংশ হিসেবে পড়ুয়াদের সূর্য নমস্কার করার নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কিন্তু, মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, সূর্য নমস্কার করার অর্থ হল সূর্যের পূজা করা, যা ইসলামে বিশ্বাস করা হয় না।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে মঙ্গলবার এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বোর্ডের জেনারেল সেক্রেটারি মৌলানা খালিদ সইফুল্লাহ রহমানি জানিয়েছেন, মুসলিম পড়ুয়ারার এই সূর্য নমস্কারে অংশ নেবে না।
All India Muslim Personal Law Board opposes Govt directive to organize ‘Surya Namaskar’ program in schools between Jan 1-Jan 7 on the 75th anniversary of Independence Day; says ‘Surya Namaskar’ is a form of Surya puja and Islam does not allow it pic.twitter.com/KcUq2xAGIm
— ANI (@ANI) January 4, 2022
বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। এ দেশ বহু সংস্কৃতি ও বহু ধর্মের মিলন ক্ষেত্র। এই মন্ত্রের ওপর ভিত্তি করেই লেখা আমাদের সংবিধান। কোনও সরকারি স্কুলের পঠন পাঠনে কোনও বিশেষ ধর্মের শিক্ষা দেওয়ার কথা সংবিধানে বলা হয়নি। অথবা কোনও বিশেষ ধর্মের উৎসব উদযাপনও করা যায় না।’ জেনারেল সেক্রেটারি মৌলানা খালিদ সইফুল্লাহ রহমানির দাবি, বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী ও দেশের সর্বর্ত্র সংখ্যাগুরুর আদর্শ ও ঐতিহ্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্কুলে স্কুলে সূর্য নমস্কার করানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৩০ হাজার স্কুলে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানা গিয়েছে। ১ থেকে ৭ জানুয়ারি সেই কর্মসূচী চলবে। পাশাপাশি ২৬ জানুয়ারি সূর্য নমস্কার নিয়ে একটি কনসার্টের আয়োজন করার কথাও বলেছে কেন্দ্র। মোদী সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও দেশভক্তির পরিপন্থী বলে উল্লেখ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
ইউজিসি-র সচিব রজনীশ জৈন ইতিমধ্যেই দেশের এক হাজারের বেশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৪০ হাজার কলেজের অধ্যক্ষদেরও চিঠি দিয়েছে। ‘৭৫ কোটি সূর্য নমস্কারে’ অংশ নেওয়ার কথা বলা হয়েছে সেই চিঠিতে। জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে সেই কর্মসূচী। কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, ৩০ হাজার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩ লক্ষ পড়ুয়া যাতে এই সূর্য নমস্কার কর্মসূচিতে অংশ নেয়।
আরও পড়ুন : Covid Spike: ভারতের জন্যও বিপদসঙ্কেত! অস্ট্রেলিয়ায় বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে বেডের চাহিদা