Karnataka Hijab Row: ‘কোরানের ভুল ব্যাখ্যার ভিত্তিতে রায়’, হিজাব মামলায় ফের সুপ্রিম কোর্টে কড়া নাড়ল মুসলিম সংগঠন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 28, 2022 | 12:15 PM

Karnataka Hijab Row: পিটিশনার পবিত্র কোরানের ৩১ ও ৫৯ তম আয়াতের উল্লেখ করে বলা হয়েছে, কোরান ও মহম্মদের শিক্ষায় বলা হয়েছে, ঘনিষ্ঠ পরিবার ছাড়া অন্য কোনও পুরুষের সামনে মহিলাদের মাথা ও ঘাড় ঢেকে রাখার কথা বলা হয়েছে।

Karnataka Hijab Row: কোরানের ভুল ব্যাখ্যার ভিত্তিতে রায়, হিজাব মামলায় ফের সুপ্রিম কোর্টে কড়া নাড়ল মুসলিম সংগঠন
হিজাব মামলায় ফের আর্জি শীর্ষ আদালতে। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: কিছুতেই থামছে না হিজাব বিতর্ক (Hijab Controversy)। এবার কর্নাটক হাইকোর্ট(Karnataka High Court)-র রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (All India Muslim Personnel Law Board)। চলতি মাসেই শুরুতেই কর্নাটক হাইকোর্টের তরফে শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতের রায়ে বলা হয় যে, ইসলাম ধর্মাচরণে হিজাব আবশ্যক নয়।

এদিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি মহম্মদ ফজলুরাহিম সহ তিনজন সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন। ইসলামিক সংগঠন “সমস্থ কেরল জেম-ইয়েথদুল উলেমা”-ও সুপ্রিম কোর্টে হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করেছে। ওই মুসলিম সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, পবিত্র কোরান ও ইসলামিক আইনের ভুল ব্যাখ্যার উপরে ভিত্তি করেই এই রায়দান করা হয়েছে।

পিটিশনারদের তরফে পবিত্র কোরানের ৩১ ও ৫৯ তম আয়াতের উল্লেখ করে বলা হয়েছে, কোরান ও মহম্মদের শিক্ষায় বলা হয়েছে, ঘনিষ্ঠ পরিবার ছাড়া অন্য কোনও পুরুষের সামনে মহিলাদের মাথা ও ঘাড় ঢেকে রাখা উচিত। মুসলিম মহিলারা জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করে থাকেন নিজেদের মাথা ও শরীর ঢেকে রাখতে। আধুনিক সময়েও হিজাবে গ্রহণযোগ্যতা রয়েছে। তাছাড়া বিষয়টি হিজাব নিয়ে নয়, তা ব্যবহারের পিছনের উদ্দেশ্য নিয়ে।

পিটিশনারদের তরফে জানানো হয়েছে, কর্নাটক হাইকোর্ট যে রায় দিয়েছে, তার প্রভাব শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশেই প্রভাব পড়তে পারে। হিজাব না পরার উপরে কোনও জরিমানা না থাকার ভিত্তিতে হিজাবকে বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করেছে কর্নাটক হাইকোর্ট, যা সঠিক নয়।

উল্লেখ্য, গত সপ্তাহেই সুপ্রিম কোর্টের তরফে হিজাব মামলার জরুরিভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দেওয়া হয়। ওই আর্জিতে বলা হয়েছিল, আগামী ২৮ মার্চ থেকে রাজ্যের স্কুল কলেজগুলিতে পরীক্ষা শুরু হচ্ছে। যদি এই রায় প্রত্যাহার না করা হয়, তবে বহু পড়ুয়াই পরীক্ষা দিতে পারবেন না। জবাবে প্রধান বিচারপতি এনভি রমন বলেছিলেন, “পরীক্ষার সঙ্গে হিজাবের কোনও সম্পর্ক নেই। দয়া করে এটিকে চাঞ্চল্যকর বানাবেন না।”

গত ১৫ মার্চ কর্নাটক হাইকোর্টের তরফে হিজাব মামলার চূড়ান্ত রায়দান করা হয়। ওই রায়ে বলা হয় যে, ধর্মাচরণের জন্য হিজাব পরা আবশ্যক নয়। কর্নাটক রাজ্য সরকারের তরফে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন: International Air Fare: গরমে বিদেশে ঘুরতে যেতে চান? তবে রয়েছে সুখবর, কমতে পারে বিমানের টিকিটের দাম

আরও পড়ুন: Pune Fraud Arrest: আইপিএসের জালেই ‘আইপিএস’! সিনেমাকেও হার মানাবে এই ঘটনা 

Next Article