AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pune Fraud Arrest: আইপিএসের জালেই ‘আইপিএস’! সিনেমাকেও হার মানাবে এই ঘটনা

Pune Fraud Arrest: রোশন বাগুল নামক ওই যুবক পুণের পিম্পরি চিঞ্চওয়াডের পুলিশ কমিশনার কৃষ্ণ প্রকাশের নাম করে বিভিন্ন মানুষকে ঠকাতেন। সম্প্রতিই এক ব্যক্তির জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য মোটা টাকা দাবি করেছিলেন।

Pune Fraud Arrest: আইপিএসের জালেই 'আইপিএস'! সিনেমাকেও হার মানাবে এই ঘটনা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 10:39 AM
Share

পুণে: নিজেকে সব জায়গা পরিচয় দিতেন আইপিএস অফিসার (IPS Officer) হিসাবে বা তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে। বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে বা ভয় দেখিয়ে মোটা টাকাও আদায় করতেন ব্যবসায়ীদের কাছ থেকে। কিন্তু যার নাম ভাঁড়িয়েই তোলাবাজির (Extortion) ‘ব্যবসা’ চালাচ্ছিলেন, তাঁর পাতা জালেই যে ধরা পড়বেন, তা কল্পনাও করতে পারেননি ওই প্রতারক। মহারাষ্ট্রের এক আইপিএস অফিসারের নাম করে প্রতারণা করার অভিযোগে রবিবারই গ্রেফতার করা হয় ২২ বছরের এক যুবককে। কৃষ্ণ প্রকাশ নামক যে আইপিএস অফিসারের নাম করে ওই যুবক প্রতারণা করত, তিনিই ছদ্মবেশে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, রোশন বাগুল নামক ওই যুবক পুণের পিম্পরি চিঞ্চওয়াডের পুলিশ কমিশনার কৃষ্ণ প্রকাশের নাম করে বিভিন্ন মানুষকে ঠকাতেন। সম্প্রতিই এক ব্যক্তির জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য মোটা টাকা দাবি করেছিলেন। ওই ব্যক্তি প্রথমে তাঁর কথা বিশ্বাস করলেও, কিছুদিনের মধ্যেই বুঝতে পারেন ওই যুবক প্রতারক। এরপরই তিনি দেহু থানায় অভিযোগ জানাতে আসেন। সেখানেই আসল আইপিএস অফিসার তথা পিম্পরির পুলিশ কমিশনার কৃষ্ণ প্রকাশ তাঁর নামে চলা প্রতারণা চক্রের কথা জানতে পারেন। এরপরই তিনি আধিকারিকদের নির্দেশ দেন ওই যুবককে হাতেনাতে ধরার জন্য।

পুলিশ কর্তার নির্দেশ অনুযায়ীই একটি রেস্তরাঁয় জাল পাতা হয়। যে ব্যক্তির জমি সংক্রান্ত সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলেছিল ওই প্রতারক যুবক, তিনিই ওই যুবককে ফোন করে রেস্তরাঁয় ডাকেন এবং টাকা নিয়ে যাওয়ার কথা বলেন। এদিকে, আইপিএস অফিসার কৃষ্ণ প্রকাশ নিজেও ছদ্মবেশে ওই রেস্তরাঁয় হাজির হন। রোশন বাগুল নামক ওই অভিযুক্ত যুবক টাকা নিতে গেলেই, তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালেও একবার খবরের শিরোনামে এসেছিলেন এই আইপিএস অফিসার। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশের অসহযোগিতার অভিযোগ পেয়ে তিনি ছদ্মবেশে হাজির হয়েছিলেন এবং তাঁদের কড়া শিক্ষা দিয়েছিলেন।