PUBG-তে আসক্তি থেকে মানসিক অসুস্থতা! বাবা-মাকে পিটিয়ে খুনে অভিযুক্ত যুবক

Crime News: ওই যুবকের আত্মীয় পরিজনদের দাবি, যুবক PUBG-তে আসক্ত ছিল। আসক্তি এমন জায়গায় পৌঁছে যায় যে ক্রমেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। নয়াবাদ থানার পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

PUBG-তে আসক্তি থেকে মানসিক অসুস্থতা! বাবা-মাকে পিটিয়ে খুনে অভিযুক্ত যুবক
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 6:30 AM

ঝাঁসি: মানসিকভাবে অসুস্থ এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ। ওই যুবক মোটা লাঠি জাতীয় এক বস্তু দিয়ে নিজের বাবা-মাকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। যুবকের নাম অঙ্কিত প্রসাদ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসিতে। ঝাঁসির নয়াবাদ থানার অন্তর্গত গুমনাবার এলাকার ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। ওই যুবকের আত্মীয় পরিজনদের দাবি, যুবক PUBG-তে আসক্ত ছিল। আসক্তি এমন জায়গায় পৌঁছে যায় যে ক্রমেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। নয়াবাদ থানার পুলিশ ইতিমধ্যেই ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

জানা যাচ্ছে, অঙ্কিতের বাবা লক্ষ্মী প্রসাদ স্থানীয় এক সরকারি স্কুলের শিক্ষক হিসেব কর্মরত ছিলেন। শনিবার সকালে দুধওয়ালা যখন অঙ্কিতদের বাড়িতে দুধ দিতে গিয়েছিলেন, তখন তিনিই প্রথম বিষয়টি দেখতে পান। রক্তাক্ত অবস্থায় বাড়িতে পড়ে ছিল অঙ্কিতের বাবার নিথর দেহ। গোটা মেঝে রক্তে মাখামাখি। আর অঙ্কিতের মা বিমলা দেবীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন। কাতরাচ্ছিলেন। গোঙানির শব্দ আসছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রতিবেশীদের। প্রতিবেশীরাই বিমলা দেবীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই মহিলার। ইতিমধ্যে পুলিশকেও খবর দেন প্রতিবেশীরা। আর অঙ্কিত নামে ওই যুবককে বাড়িতে একটি ঘরে বন্ধ করে রাখা হয়।

পুলিশ এসে গোটা ঘটনা খতিয়ে দেখে এবং অঙ্কিতকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় এই ঘটনার কথা স্বীকার করেছে অঙ্কিত। পুলিশকে অঙ্কিত জানিয়েছে একটি লাঠি দিয়ে নিজের বাবা-মাকে প্রচণ্ড মারধর করেছে সে।

এদিকে ঘটনা প্রসঙ্গে বিবেক ঝাঁ নামে অঙ্কিতের এক আত্মীয় জানাচ্ছেন, ২০১৮ সালের আগে পর্যন্ত অঙ্কিত ঠিকঠাকই ছিল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারপর পাবজি খেলায় আসক্তি আসতে শুরু করে অঙ্কিতের। আসক্তি এমন পর্যায়ে পৌঁছে যায় যে অঙ্কিত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাঁর দাবি, অতিরিক্ত পাবজি খেলার কারণেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল অঙ্কিত।