AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমরনাথ যাত্রা বাতিল, দেওয়া যাবে অনলাইন আরতি

অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল ২৮ জুন। ৫৬ দিন ধরে যাত্রায় অংশ নিতেন বহু তীর্থযাত্রী। তবে করোনার (COVID-19) আবহে এই যাত্রা বিপজ্জনক বলেই মনে করেছে কর্তৃপক্ষ।

অমরনাথ যাত্রা বাতিল, দেওয়া যাবে অনলাইন আরতি
ফাইল ছবি
| Updated on: Jun 21, 2021 | 6:26 PM
Share

জম্মু: গত বছরের মতো এবারও বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা (Amarnath Yatr)। অসংখ্য তীর্থ যাত্রীর মন ভার। করোনা চোখ রাঙাচ্ছে সারা দেশ। এই ভয়াবহ পরিস্থিতিতে অমরনাথ যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এবারের অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল ২৮ জুন। ৫৬ দিন ধরে যাত্রায় অংশ নিতেন বহু তীর্থযাত্রী। তবে করোনার আবহে এই যাত্রা বিপজ্জনক বলেই মনে করেছে কর্তৃপক্ষ। অমরনাথ যাত্রা থেকে যাতে করোনার সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়ে না পড়ে সে করণেই এমন সিদ্ধান্ত। কোনও রকম ঝুঁকি নেওয়া হল না এবারও।

প্রতি বছরই অমরনাথ যাত্রা উপলক্ষে বহু পুণ্যার্থী ভূস্বর্গে যান। কিন্তু করোনার কারণে গতবারের মতো যাত্রা বাতিল করা হল। তবে অনলাইনে দর্শন করা যবে অমরনাথের গুহা। এবার অনলাইনে আরতিরও আয়োজন করা হয়েছে। আগ্রহী পুণ্যার্থীরা বাড়িতে বসেই আরতি দিতে পারবেন। এই নিয়ে পরপর দু’বার বাতিল হল অমরনাথ যাত্রা।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের হেড কনস্টেবল