Delhi Shootout: পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি, মধ্য রাতে রাস্তায় ‘খুন’ অ্যামাজন ম্যানেজার
Crime News: মঙ্গলবার রাতে হরপ্রীত তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন। ভজনপুরার কাছে হঠাৎ দুষ্কৃতীরা হামলা চালায়। গুলি লাগে হরপ্রীতের মাথায়।
নয়া দিল্লি: মধ্য রাতে রাজধানীতে খোলা রাস্তায় গুলি করে হত্যা করা হল ই-কমার্স সংস্থা অ্যামাজনের ম্যানেজারকে। হরপ্রীত গিল নামক ওই যুবক বন্ধুর সঙ্গে বাইকে করে ফিরছিল। সেই সময়ই দুষ্কৃতীরা হামলা করে। পাঁচজন দুষ্কৃতী গুলি চালায় হরপ্রীতকে লক্ষ্য করে। মৃত্যু হয় ওই যুবকের। আহত হয়েছে যুবকের বন্ধু।
পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্য রাতে দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় ঘটনাটি ঘটে। হরপ্রীত গিল নামক ওই যুবক অ্যামাজনের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে হরপ্রীত তাঁর বন্ধু গোবিন্দ সিংয়ের সঙ্গে ফিরছিলেন। ভজনপুরার কাছে হঠাৎ দুষ্কৃতীরা হামলা চালায়। গুলি লাগে হরপ্রীতের মাথায়। তাঁর বন্ধু গোবিন্দের ডান কানে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। এলএনজিপি হাসপাতালে চিকিৎসা চলছে গোবিন্দের।
নিহত যুবকের কাকা জানিয়েছেন, মধ্য় রাতে ফেরার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা হামলা করে। কী কারণে তারা হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাঁচজনই পলাতক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।