AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Operation Sankalp: ‘সিঁদুরে’র পর ‘সংকল্প’, শাহি নির্দেশে দেশের ভিতরেই হয়ে গেল আরও একটা বড় অপারেশন, কতজন নিকেশ হল?

Operation Sankalp: , ওই এলাকায় এখনও প্রায় ৫০০ বা তারও বেশি মাওবাদী লুকিয়ে রয়েছে। বস্তারের দুর্গম এলাকায় কয়েকজন মাওবাদী শীর্ষনেতাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর। 

Operation Sankalp: 'সিঁদুরে'র পর 'সংকল্প', শাহি নির্দেশে দেশের ভিতরেই হয়ে গেল আরও একটা বড় অপারেশন, কতজন নিকেশ হল?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 08, 2025 | 7:43 AM
Share

রায়পুর: একদিকে পড়শি দেশে চলছে অপারেশন সিঁদুর, তারই মাঝে দেশের অন্দরেও হয়ে গেল বড় অ্যাকশন। দেশের বাইরে যখন জঙ্গি দমন অভিযান চলছে, সেই সময় দেশের অন্দরে খত করা হল মাওবাদীদের। ছত্তীসগঢ়ের বস্তারে যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৬ মাওবাদী গেরিলাকে নিকেশ করেছে বলেই জানা গিয়েছে। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিগত ১৮ দিন ধরেই ছত্তীসগঢ়ের বিজাপুর ও তেলঙ্গানার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলছিল। এই অভিযানের নাম অপারেশন সংকল্প রাখা হয়েছে। সেই অভিযানেই বুধবার যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদী নিকেশ হয়েছে।

গোপন সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এখনও প্রায় ৫০০ বা তারও বেশি মাওবাদী লুকিয়ে রয়েছে। বস্তারের দুর্গম এলাকায় কয়েকজন মাওবাদী শীর্ষনেতাও গা ঢাকা দিয়ে রয়েছে বলে সূত্রের খবর। তাদের ধরতে ২৪ হাজার আধা সেনা ও পুলিশের বিরাট বাহিনী নামানো হয়েছে। রয়েছে সিআরপিএফের কোবরা কম্যান্ডো, রিজার্ভ গার্ড, মহারাষ্ট্র, তেলঙ্গানার পুলিশও।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার অঙ্গীকার করেছেন। তারপর থেকেই চলছে অভিযান। ‘অপারেশন সংকল্প’ তারই একটা অংশ।