Amit Malviya: অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে দিল্লি পুলিশ: অমিত মালব্য

Amit Malviya: অমিত মালব্য বলেন, "দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ, ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণ ভাবে ভারতে ব্যবহার হয় না।"

Amit Malviya: অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে দিল্লি পুলিশ: অমিত মালব্য
অমিত মালব্যImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Aug 05, 2025 | 5:25 AM

নয়াদিল্লি: বাংলা ভাষা-ইস্যুতে স্বাভাবিক ‘নিয়মে’ই দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা অমিত মালব্য। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর করা একটি পোস্ট ‘রি-পোস্ট’ করে বাংলা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি।

অমিত মালব্য বলেন, “দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ, ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণ ভাবে ভারতে ব্যবহার হয় না।” এরপরেই বাংলাকে ‘ভাষার তালিকা’ থেকে বাদ দিয়ে দেন এই বিজেপির আইটি সেলের প্রধান।

তাঁর কথায়, “বাংলা বলে কোনও ভাষা নেই। বাঙালি একটি জাতির নাম, কোনও ভাষা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গে ভাষাভাষি মানুষদের কোনও যোগ নেই।” এরপরেই মুখ্যমন্ত্রীর দিকেও আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, এই একই সুর শোনা গিয়েছিল শমীক ভট্টাচার্যের মুখেও। তিনি বলেছিলেন, “দিল্লি পুলিশ একদম ঠিক শব্দের প্রয়োগ করেছে। বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর একটা পশ্চিমবঙ্গের বই পড়ুন। কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা শফিকুল ইসলাম লিখেছেন, সেটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলায় কথা বললেই সে ভারতীয় হয়ে যাবে এমনটা নয়।”

উল্টো দিকে বাঙালি অস্মিতার কথা তুলে ধরা তৃণমূল কিন্তু আক্রমণ শানাতে ছাড়ছে না। মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, “বাংলা ভাষাকে শেষ করার চক্রান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কারা কোন মূর্খরা বলছেন, বাংলা ভাষা বাংলাদেশি? আমরা তাদের চিহ্নিত করে মানুষের কাছে তুলে ধরতে চাই। বোঝাতে চাই ওরা বাংলা বিদ্বেষী।”