Amit Shah: ‘পাকিস্তান প্রমাণ করেছে…’, BSF-এর অনুষ্ঠানে যোগ দিয়ে পড়শি দেশে তোপ দাগলেন শাহ
Amit Shah: তিনি সাফ জানিয়ে দেন, 'আমরা পাকিস্তানের সেনার উপরে বা তাদের বায়ুসেনা ঘাঁটিগুলোতে কোনও আঘাত আনতে চাইনি। আমাদের টার্গেট ছিল জঙ্গিঘাঁটি গুলো গুঁড়িয়ে দেওয়া। আমরা সেটাই করেছি। ৮ তারিখ পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটিগুলো শেষ করা হয়েছে।'

নয়াদিল্লি: পাকিস্তান প্রমাণ করেছে, যে জঙ্গিরা ওই দেশে রয়েছে, তারা সম্পূর্ণ ভাবে পাক মদতপুষ্ট। শুক্রবার দিল্লিতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পড়শি দেশের বিরুদ্ধে তোপ দাগলেন দেশের স্বরাষ্ট্র্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমরা পাকিস্তানের সেনার উপরে বা তাদের বায়ুসেনা ঘাঁটিগুলোতে কোনও আঘাত আনতে চাইনি। আমাদের টার্গেট ছিল জঙ্গিঘাঁটি গুলো গুঁড়িয়ে দেওয়া। আমরা সেটাই করেছি। ৮ তারিখ পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটিগুলো শেষ করা হয়েছে।’
এরপরেই পাক সরকারের দিকে তোপ দেগে তিনি বলেন, ‘আমরা তো পাকিস্তানে বসে থাকা জঙ্গি ক্যাম্পগুলো নষ্ট করেছিলাম। কিন্তু ওরা স্পষ্ট করেছে, যে সন্ত্রাসবাদীরা ওখানে ছিল, তারা পাক সরকারের দ্বারা মদতপুষ্ট। সেই কারণেই তো জঙ্গিদের উপর চালানো ভারতের প্রত্যাঘাতকে ওরা পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলে আমাদের উপর আক্রমণের দুঃসাহস করে। যখন পাকিস্তানি সেনা আমাদের উপর হামলার চেষ্টা চালায়। সেই সময় আমরাও পাল্টা প্রত্যাঘাত চালাই। কিন্তু এই প্রত্যাঘাতের আঁচড় কোনও ভাবেই পাক-নাগরিকদের উপর পড়েনি।’
পাকিস্তান যে সন্ত্রাসে আজও মদত দিয়ে চলেছে, সেই অভিযোগ আগেই তুলেছিল নয়াদিল্লি। শুক্রবার অনুষ্ঠান থেকে দেওয়া শাহের বার্তাতেও ধরা পড়ল একই প্রসঙ্গ। তাঁর সংযোজন, ‘বিশ্ববাসী বুঝে গিয়েছে, ,সন্ত্রাস মানেই পাক মদত। আর অপারেশন সিঁদুর সন্ত্রাসকে শেষ করতে নেওয়া অন্যান্য উদ্যোগগুলির থেকে সবচেয়ে সঠিক ও অভেদ্য। যার প্রশংসা শুধু ভারতীয়রাই নয়, করেছে গোটা বিশ্ব।’
এরপরেই দেশের নিরাপত্তারক্ষীদের প্রশংসা করে তিনি বলেন, ‘গোটা দেশ সেনা ও বিএসএফ-এর সাহসিকতার উপর আস্থা রাখে। যখন সংঘর্ষ শুরু হয়, তখন বিএসএফ প্রতি মুহূর্তে দেশের সীমানাকে সুরক্ষিত রেখেছে। গুলির জবাব গোলায় দিয়েছে।’

