
নয়া দিল্লি: ওয়াকফ বিল নিয়ে বুধবার যখন লোকসভায় অমিত শাহ বক্তব্য রাখছেন, বিরোধীদের আসন থেকে তখন মাঝে মাঝেই চিৎকার শোনা যাচ্ছে। ওয়াকফ নিয়ে এদিন শাহ যা দাবি করেছেন, তার বিরোধিতা করতে শোনা যায় কংগ্রেস, সপা, তৃণমূল সহ বিরোধী দলগুলিকে। আসন ছেড়ে উঠে চিৎকার করতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও। সেই সময় বক্তব্য থামিয়ে বাংলার সাংসদদের বার্তা দিলেন অমিত শাহ।
তৃণমূল সাংসদদের দিকে তাকিয়ে এদিন শাহ বলেন, “দাদাদের টেনশনটা বুঝতে পারছি। বাংলার মুসলিমরাও শুনছে। টেনশন হওয়াই স্বাভাবিক।” এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন, ওয়াকফ বিলে আসলে মুসলিমদের উন্নয়নের কথাই ভাবা হয়েছে, তাঁদের টাকা যাতে চুরি না হয়ে যায়, ওয়াকফের জমি যাতে বিক্রি না হয়, সেই কারণেই এই বিল আনা হয়েছে।
এদিন বিরোধী দলগুলি প্রতিবাদ করায়, অমিত শাহ বলেন, “বিরোধীরা শুধু তোষণের জন্য বিরোধিতা করছেন। কিন্তু তাতে কোনও লাভ নেই। চার বছরে মুসলিমরা ঠিক বুঝে যাবেন যে ওয়াকফ বিলটা তাঁদের জন্যই।” বাংলার সাংসদদেরও সেই বার্তাই দেন তিনি।
তাঁর এই বক্তব্যের মাঝে দ্বিতীয়বার যখন হট্টগোল শুরু হয়, তখন অমিত শাহ ফের বাংলার সাংসদদের বলেন, “বুঝতে পারছি, ২০২৬-এর (বিধানসভা ভোট) জন্যই ওঁরা ভয় পাচ্ছেন। এরপর তৃণমূল সাংসদদের দিকে তাকিয়ে বলেন, বাংলায় গিয়ে বুক ঠুকে বলব, বেশি আসন আমরাই পাব।”
এদিন বিলের বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলেন, “ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ধর্মীয় অধিকার। সংশোধনী বিলে রাজ্যের ক্ষমতাও খর্ব করা হয়েছে। এই বিল অসাংবিধানিক।”