
মুম্বই: পহেলগাঁও জঙ্গি হামলার পর নিন্দায় সরব হয়েছিল গোটা দেশ। সেলিব্রেটিরাও নিন্দা করেছিলেন এই জঙ্গি হামলার। তবে চুপ ছিলেন বিগ বি। এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। প্রায় এক মাস পরে অবশেষে লিখলেন অমিতাভ বচ্চন। লিখলেন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে।
এ দিন অমিতাভ বচ্চন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। পহেলগাঁও জঙ্গি হামলার বর্ণনা দিয়ে লেখেন, “ছুটি কাটাতে গিয়ে ওই রাক্ষস নিরাপরাধ দম্পতিকে টেনে নিয়ে গেল, স্বামীর পোশাক খুলে নিল এবং ধর্ম জানার পর গুলি চালাতে শুরু করল। তাঁর স্ত্রী যখন হাঁটু গেড়ে বসে, কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে তাঁর স্বামীকে না মারার, তারপরও ওরা নিষ্ঠুরভাবে তাঁর স্বামীকে হত্যা করে, স্ত্রীকে বিধবা করে দেয়। যখন স্ত্রী বলল, আমাকেও মেরে ফেল! তখন ওই দানব বলল, না, যাও গিয়ে বলে দাও…!”
T 5375 –
छुट्टियाँ मानते हुए, उस राक्षस ने, निर्दोष पति पत्नी को बाहर खींच कर, पति को नग्न कर, उसके धर्म की पूर्ति करने के बाद , उसे जब गोली मारने लगा, तो पत्नी ने, घुटने पे गिर कर, रो रो अनुरोध करने के बाद भी, की उसके पति को न मारो ; उसके पति को उस बुज़दिल राक्षस ने, बेहद…— Amitabh Bachchan (@SrBachchan) May 10, 2025
অমিতাভ বচ্চন তার বাঁবা হরিবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতার পংক্তি উল্লেখ করে লেখেন, “চিতার ভস্ম নিয়ে, বিশ্ব সিঁদুর চায়…. তাই আমি সিঁদুর দিলাম! অপারেশন সিঁদুর!”
ভারতীয় সেনাবাহিনীকে সমর্থন করে তিনি লেখেন, “জয় হিন্দ। জয় হিন্দ কি সেনা। তোমরা কখনও পিছু হটবে না, কখনও মাথা নোয়াবে না। শপথ নাও! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!”
প্রতিবেদনটি সোশ্যাল মিডিয়ার তথ্যের ভিত্তিতে লেখা। এইসব তথ্যের সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তথ্যটি শুধু পাঠককে অবগত করতে তুলে ধরা হল। এর দায় কর্তৃপক্ষের নয়।