Crime News: মে মাসেই ঠিক হয়েছে বিয়ের দিন, ‘সারপ্রাইজ ডেটে’ যেতেই এমন অবস্থা করল হবু বউ…

Crime News: বিশাখাপত্তনমের বাসিন্দা ওই যুবক-যুবতীর বাড়ি থেকেই বিয়ে ঠিক করা হয়েছিল। আগামী মাসেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মনে মনে এই বিয়েতে রাজি ছিল না স্কুলছুট পুস্পা।

Crime News: মে মাসেই ঠিক হয়েছে বিয়ের দিন, 'সারপ্রাইজ ডেটে' যেতেই এমন অবস্থা করল হবু বউ...
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2022 | 9:09 AM

হায়দরাবাদ: আগামী মাসেই বিয়ে। নিজের পছন্দ নয়, পাত্র বাছাই করেছেন মা-বাবাই। তবে বিয়ের আগে একটু তো চেনা-জানার প্রয়োজন। নাহলে অচেনা কারোর সঙ্গে বাকি জীবন চলার সিদ্ধান্ত নেবেন কী করে? এই পরিচিতি তৈরি করতেই সারপ্রাইজ ডেটে (Surprise Date) ডেকেছিল হবু বউ। ঠিক হয়েছিল পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরে দেখা করবেন তারা। কিন্তু মন্দিরে পৌঁছতেই ভয়ঙ্কর পরিণতি হল পাত্রের। কারণ পাত্রীর মুখোমুখি দাঁড়াতেই সে গলায় চালিয়ে দিল ছুরি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই যুবক।

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশে (Andhra Pradesh)। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত তরুণীর নাম পুস্পা (২২)। ওই যুবতী এত তাড়াতাড়ি বিয়ে করতে চাননি। কিন্তু তাঁর মা-বাবাই জোর করে বিয়ে ঠিক করে দিয়েছিলেন রামু নাইডু নামক এক যুবকের সঙ্গে। কোনও উপায় না পেয়ে, বিয়ে ভাঙতেই তিনি ওই যুবকের উপরে হামলা চালান। গলায় ছুরি চালানোর পর রক্তাক্ত অবস্থাতেই ওই যুবককে মন্দিরে ফেলে পালিয়ে আসেন অভিযুক্ত যুবতী।

জানা গিয়েছে, রামু নাইডু নামক ওই যুবক বিজ্ঞানী। তিনি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে কর্মরত। বিশাখাপত্তনমের বাসিন্দা ওই যুবক-যুবতীর বাড়ি থেকেই বিয়ে ঠিক করা হয়েছিল। আগামী মাসেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মনে মনে এই বিয়েতে রাজি ছিল না স্কুলছুট পুস্পা। বাড়িতে নিজের অমতের কথা জানিয়েও লাভ হয়নি। সেই কারণেই হবু বর রামুকেই পথ থেকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটে সে।

পরিকল্পনা মাফিকই ওই তরুণী তাঁর হবু স্বামীকে পাহাড়ের উপরে অবস্থিত একটি মন্দিরে দেখা করতে বলে। এটি তাঁদের সারপ্রাইজ ডেট হবে বলে জানিয়ে দিল। সেখানে রামু পৌঁছতেই সোজা গলায় ছুরি চালিয়ে দেন অভিযুক্ত তরুণী। সাদা শার্ট নিমেষেই রক্তে রাঙা হয়ে ওঠে। রামুকে ছটফট করতে দেখেও, তাঁকে একা ফেলেই পালিয়ে আসে ওই যুবতী। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গলায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, সারপ্রাইজ ডেটে যাওয়ার আগেই পুস্পা তিনটি ছুরি কিনেছিল। ব্যাগে সেই ছুরিগুলি নিয়েই মন্দিরে গিয়েছিল। হবু বর আসতেই তাঁর উপর হামলা করে সে। তবে ওই যুবতীর এর আগে কোনও অপরাধের ইতিহাস নেই বলেই জানা গিয়েছে।