Acid Attack: বারণ সত্ত্বেও বাজি ফাটানো থামায়নি পাড়ার খুদেরা, রাগে দুই মহিলার গায়ে অ্যাসিড ছুড়ল ফল বিক্রেতা

Acid Attack: ক্ষুব্ধ ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে এক কিশোরকে চড় মারেন। ঘটনাটি পাড়া প্রতিবেশীদের নজরে পড়তেই বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। এরই মাঝে ওই ব্যক্তি ঘর থেকে অ্যাসিডের একটি বোতল আনেন এবং বাচ্চাদের লক্ষ্য করে ছোড়েন।

Acid Attack: বারণ সত্ত্বেও বাজি ফাটানো থামায়নি পাড়ার খুদেরা, রাগে দুই মহিলার গায়ে অ্যাসিড ছুড়ল ফল বিক্রেতা
স্বামীর বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগ স্ত্রীয়ের। । প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 10:16 AM

লখনউ: দিওয়ালির রাতে আনন্দে মেতে উঠেছিল পাড়ার খুদে সদস্যরা। বাজি (Fire Cracker) ফাটানো ঘিরে আনন্দে চিৎকারে গোটা পাড়াকেই মাথায় তুলছিল ১০-১২ জন কিশোর-কিশোরী। কিন্তু বাজির শব্দ ও বাচ্চাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে উঠছিলেন পাড়ারই এক বাসিন্দা। বারণ করা সত্ত্বেও বাচ্চারা বাজি ফাটানো না থামানোয় তাদের লক্ষ্য করেই অ্যাসিড (Acid Attack) ছুড়লেন এক ব্যক্তি। ওই ঘটনায় বাচ্চারা কোনওমতে রক্ষা পেলেও অ্যাসিডে পুড়ে গিয়েছেন দুই মহিলা।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশ(Uttar Pradesh)-র বান্দা জেলায়। শুক্রবার বিকালে কৈলাশপুরী এলাকায় বাচ্চারা যখন বাজি পোড়াচ্ছিল, সেই সময়ই ওই ফল বিক্রেতা তাদের বাজি পোড়াতে ও চিৎকার-চেঁচামেচি করতে বারণ করেন। কিন্তু উৎসবের দিনে সেই নিষেধের তোয়াক্কা না করেই বাচ্চারা ফের বাজি পোড়াতে শুরু করে।

এরপরই ক্ষুব্ধ ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে এক কিশোরকে চড় মারেন। ঘটনাটি পাড়া প্রতিবেশীদের নজরে পড়তেই বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। এরই মাঝে ওই ব্যক্তি ঘর থেকে অ্যাসিডের একটি বোতল আনেন এবং বাচ্চাদের লক্ষ্য করে ছোড়েন। বাচ্চারা কোনও মতে পালিয়ে রক্ষা পেলেও বাড়ির বাইরেই বসে থাকা দুই মহিলার গায়ে সেই অ্যাসিড পড়ে।

১৮ বছরের এক কিশোরী ও ৭০ বছর এক বৃদ্ধা সেই অ্যাসিডে পুড়ে যান। সঙ্গে সঙ্গে তাদের জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে, অ্যাসিড ছোড়ার পরই ঘটনাস্থল ছেড়ে পালান ওই ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ সুপারিন্ডেন্ট গিয়ে জানান, ওই ব্যক্তি আগে একবার বাচ্চাদের বকা-ঝকা করেছিলেন বাজি পোড়ানোর জন্য। তাদের বাজি পোড়ানো বন্ধ করতেও বলেন, কিন্তু তারা রাজি না হওয়াতেই একটি বাচ্চাকে তিনি চড় মারেন। এই ঘটনা ঘিরে যখন বচসা চলছিল, তখনই তিনি ঘর থেকে অ্যাসিড এনে বাচ্চাদের লক্ষ্য করে ছোড়েন। সেই সময়ই বাড়ির ঠিক উল্টোদিকে অপর একটি বাড়ির দালানে বসে গল্প করছিলেন ওই দুই মহিলা। অ্যাসিড সরাসরি তাদের গায়ে পড়ে।

ঘটনার খবর পেতেই আক্রান্ত দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিকেও শুক্রবার রাতেই গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন: Maoist Encounter: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা! নিরাপত্তা বাহিনীর গুলিতেই খতম মাওবাদী নেতা