Indian Army: কোথায় পালাবে আর? একের পর এক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে সেনা
Crackdown on Terrorists: গতকাল ফারুক আহমেদ নামক লস্কর-ই-তৈবার আরেক জঙ্গির বাড়িও গুড়িয়ে দেওয়া হয়। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় বাড়ি ছিল তাঁর। বর্তমানে পাকিস্তানে লুকিয়ে ফারুক।

শ্রীনগর: ইটের জবাব পাথর দিয়ে দিচ্ছে সেনা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর একের পর এক সন্ত্রাসবাদীর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। জম্মু-কাশ্মীরে আরও দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিল ভারতীয় সেনা। এই নিয়ে ৪৮ ঘণ্টায় ৬ জন জঙ্গি বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের সোপিয়ানে আদনান শাফি (১৮) নামে জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা বাহিনী। বিগত এক বছর ধরে আদনান বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে, পুলাওয়ামার ত্রাল এলাকার জইশ জঙ্গি আমির নাজির ওয়ানির বাড়িতেও বিস্ফোরণ। বছর একুশেরর আমিরের নামও জঙ্গিদের খাতায় উঠেছে আগেই।
গতকাল ফারুক আহমেদ নামক লস্কর-ই-তৈবার আরেক জঙ্গির বাড়িও গুড়িয়ে দেওয়া হয়। জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় বাড়ি ছিল তাঁর। বর্তমানে পাকিস্তানে লুকিয়ে ফারুক। তবে ভারতীয় সেনা তীক্ষ্ণ এবং স্পষ্ট বার্তা দিচ্ছে জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে।
এর আগে পুলওয়ামার মুরান গ্রামের বাসিন্দা, এক সন্দেহভাজন জঙ্গি এহসান আলি হকের বাড়িও বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়। ২০১৮ সালে এহসান আলি পাক অধিকৃত কাশ্মীরে চলে যায়। সেখানে জঙ্গি প্রশিক্ষণ নেয়। এরপর ভারতে ফিরে সক্রিয় জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল।

