India’s Message to Pakistan: পাকিস্তান আর একটাও সন্ত্রাসবাদী হামলা চালালে যুদ্ধের জন্য প্রস্তুত ভারত: শীর্ষ সরকারি সূত্র

পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আবহে এবার পাকিস্তানকে চরম বার্তা।

Indias Message to Pakistan: পাকিস্তান আর একটাও সন্ত্রাসবাদী হামলা চালালে যুদ্ধের জন্য প্রস্তুত ভারত: শীর্ষ সরকারি সূত্র
প্রতীকী চিত্র।Image Credit source: TV9 বাংলা

|

May 10, 2025 | 4:42 PM

নয়া দিল্লি: পাকিস্তানকে চরম বার্তা। আর একটাও সন্ত্রাসবাদী হামলা হলেই ভারত সেই হামলাকে যুদ্ধের আবাহন বলেই গণ্য করবে। শীর্ষ সরকারি সূত্রে এমনটাই খবর। সন্ত্রাস হামলাকে যুদ্ধের সমান বলেই গণ্য করবে ভারত।

সন্ত্রাস হামলায় বারে বারে রক্তাক্ত হয়েছে ভারত। অধিকাংশ ক্ষেত্রেই এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে। পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আবহে এবার পাকিস্তানকে চরম বার্তা। যেকোনও সন্ত্রাসবাদী হামলাকেই এবার যুদ্ধের আবাহন বলে গণ্য করবে ভারত। সেই মতোই জবাব দেওয়া হবে। ইসলামাবাদকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ভারত স্পষ্টভাবে “অ্যাক্ট অব ওয়ার” শব্দটি ব্যবহার করেছে। সশস্ত্র হামলা বা শক্তির ব্যবহার যা দেশের সার্বভৌমত্ব বা সীমান্তের অখণ্ডতাকে বিপন্ন করে কিংবা সাধারণ মানুষের নিরাপত্তাকে বিপন্ন করে, সেক্ষেত্রে এই শব্দবন্ধ ব্যবহার করা হয়।

অর্থাৎ পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, ভবিষ্যতে ভারতে পাকিস্তান কোনও সন্ত্রাসবাদী হামলা করলে, তা যুদ্ধের আবাহন হিসাবেই গণ্য করা হবে। সেক্ষেত্রে ভারত সামরিক জবাব দেবে।

প্রসঙ্গত, আজই পাকিস্তান সুর নরম করে বলেছে যে তারা যুদ্ধ চায় না, শান্তি চায়। ভারত প্রত্যাঘাত থামালে, তারাও থেমে যাবে।

ভারত প্রথম থেকেই সংযত রয়েছে। পাকিস্তানই বারেবারে আঘাত হানছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। সেই সময় থেকেই পাকিস্তান ‘অ্যাক্ট অব ওয়ার’ শব্দটি ব্যবহার করেছে। এবার ভারতও একই শব্দবন্ধ দিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিল।