ভ্যাটিকান: পোপের শহরে, পোপের কাছেই স্বীকৃতি ভারতীয় সন্ন্যাসীর। শনিবার ভ্যাটিকানে ভারতীয় সন্ন্যাসী জর্জ জেকব কুভাকাদকে কার্ডিনাল পদে বসালেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে এই অনুষ্ঠান হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান ধর্মযাজক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শনিবার বিভিন্ন দেশের মোট ১১ জন সন্ন্যাসীরা কার্ডিনাল পদে উন্নীত করা হয়। ভ্যাটিকানের প্রধান পোপ ফ্রান্সিস তাদের কার্ডিনাল ক্যাপ ও রিং পরিয়ে দেন।
It is a matter of immense pride for India that Archbishop George Koovakad will be created as a Cardinal by His Holiness Pope Francis.
The Government of India sent a delegation led by Union Minister Shri George Kurian to witness this Ceremony.
Prior to the Ceremony, the Indian… pic.twitter.com/LPgX4hOsAW
— PMO India (@PMOIndia) December 7, 2024
কেরলের চাঙ্গানাসেরির আর্চডায়েসিসের সন্ন্যাসী জর্জ জেকব কুভাকাদ। এই নিয়ে ভারত থেকে কার্ডিনালের সংখ্যা ৬-এ পৌঁছল।
ভ্যাটিকানে ভারতের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতের জন্য এটা অত্যন্ত গর্বের একটা মুহূর্ত যে আর্চবিশপ জর্জ কুভাকাদকে পোপ ফ্রান্সিস কার্ডিনাল পদে উন্নীত করেছেন।”
এই গর্বের মুহূর্তের সাক্ষী থাকার জন্য সরকারের তরফে এক বিশেষ প্রতিনিধি দলও পাঠানো হয়েছিল। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও অভিনন্দন জানান। তিনি জানান, এটি কেরল তথা ভারতের জন্য গর্বের মুহূর্ত।