Forces stop infiltration: বাহিনীর সাফল্য! নিরাপত্তা রেখা বরাবর অনুপ্রবেশ বানচাল করল সেনা
Illegal Infiltration: সেনা বাহিনী সূত্রে খবর, অনুপ্রবেশ আটকানোর জন্য সেই এলাকাতে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল সেনা। জঙ্গি অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল।
জম্মু ও কাশ্মীর: বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ইস্যুতে বারবার উত্তপ্ত হয়েছে উপত্যকা। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে নিরাপত্তা বাহিনী ও পুলিশ কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দীর্ঘদিন ধরেই জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে লাগাতার কঠোর পদক্ষেপ করা হচ্ছে। নিরপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একের পর এক কুখ্যাত জঙ্গি বা তাদের মদতদাতারা। আবারও নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও বাড়তি সতর্কতার কারণে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছে।
বাহিনী রুখল বেআইনি অনুপ্রবেশ
সাধারণত বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রে শীতকালকেই বেছে নেয় জঙ্গিরা। এবারও সেই প্রচেষ্টা করেও ব্যর্থ হল তারা। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সোমবার নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ বানচাল করেছে সেনা বাহিনী। জম্মু কাশ্মীরে পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেই এলাকা নিরাপত্তার কাজে মোতায়েন থাকা বাহিনীর জওয়ানরা বুঝতে পারেন অন্ধকারকে কাজে লাগিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা। সেনা আধিকারিক সূত্রে খবর, বুঝতে পেরেই অনুপ্রবেশে জঙ্গিদের বাধা দেওয়া হয় বাধা পেয়ে পাক অধীকৃত কাশ্মীরে পালিয়ে যায় জঙ্গিরা।
বন্দুক ও পাকিস্তানি টাকা উদ্ধার
সেনা বাহিনী সূত্রে খবর, অনুপ্রবেশ আটকানোর জন্য সেই এলাকাতে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল সেনা। জঙ্গি অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছিল। জানা গিয়েছে একে অ্যাসল্ট রাইফেলের গুলি ভর্তি ম্যাগাজিন ও পাকিস্তানি টাকার বেশ কিছু নোট সেই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ওই এলাকাতে রক্তের দাগও পেয়েছে সেনা জওয়ানরা। তাদের ধারণা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক জঙ্গি আহত হয়েছে এবং তাঁর সতীর্থদের সাহায্যে পাকিস্তানে ফিরে যেতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, ভারত – পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় সম্প্রতি নিকেশ করা হয় এক পাকিস্তানি জওয়ানকে। ওই জওয়ানের দেহ ফিরিয়ে নেওয়ার জন্য পাকিস্তানি সেনাকে জানিয়েছিল ভারতীয় সেনা। শনিবার পাকিস্তানি ওই জওয়ান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেই সময়েই তাকে নিকেশ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ার কেরান সেক্টরে ওই ঘটনাটি ঘটেছিল। কজন ঊর্ধ্বতন সেনা আধিকারিক জানিয়েছেন, যাকে নিকেশ করা হয়েছে তার নাম মহম্মদ শাবির মালিক। ওই ব্যক্তি পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের জওয়ান হতে পারে।