AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Army nursing college: এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা

Army nursing college: গত সোমবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ২৬ জন প্রাণ হারান। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে বিশ্বের নানা দেশ। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছে আমেরিকা। ষড়যন্ত্রীদের ছাড়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Army nursing college: এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক
| Updated on: Apr 25, 2025 | 6:07 PM
Share

শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার কয়েকদিনের মধ্যে এবার জম্মু ও কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা। ‘টিম ইনসেন পিকে’ নামে ওই হ্যাকার গ্রুপ সেনা নার্সিং কলেজের ওয়েবসাইটটি হ্যাক করেছে। হ্যাক করার পর ঘৃণামূলক বক্তব্য লেখা হয়েছে ওই ওয়েবসাইটে।

গত সোমবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ২৬ জন প্রাণ হারান। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে বিশ্বের নানা দেশ। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছে আমেরিকা। ষড়যন্ত্রীদের ছাড়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। ভারতে যে সমস্ত পাক নাগরিক ভিসা নিয়ে রয়েছেন, তাঁদেরও ফেরত যেতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়। সেখানে ঘৃণামূলক বক্তব্য লেখা হয়েছে হ্যাকারদের তরফে। সেনা সূত্রে জানা গিয়েছে, যেহেতু, ওই প্রতিষ্ঠান স্বশাসিত। তাই তাদেরই ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমকে বিষয়টি জানাতে হবে। কম্পিউটারের নিরাপত্তার দিকটি ওই টিম-ই দেখে।

প্রসঙ্গত, ভারতে এর আগেও সাইবার হানায় টিম ইনসেন পিকে-র নাম উঠে এসেছে। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট ও বিভিন্ন কোম্পানি ও শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হানার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ২০২৩ সালে ভারতে জি-২০ সম্মেলনের আগে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটকে টার্গেট করেছিল তারা।