Dry Day: আগামিকাল ‘ড্রাই ডে’ ঘোষণা, হতাশ সুরাপ্রেমীরা
Dry Day in Delhi: গত ১৯ নভেম্বর, রবিবার দিল্লিতে ড্রাই ডে পালিত হয়েছে। ছট পুজো উপলক্ষে সেদিন ড্রাই ডে ঘোষণা করে কেজরীবাল সরকার। সেদিন ক্রিকেট বিশ্বকাপ ছিল। ঘটনাচক্রে সেদিনই ছট পুজো হওয়ায় এবং ড্রাই ডে ঘোষিত হওয়ায় মনঃক্ষুণ্ণ হন সুরাপ্রেমীরা। এক সপ্তাহের মধ্যে আবারও দুটি ড্রাই ডে ঘোষণায় স্বাভাবিকভাবেই হতাশ সুরাপ্রেমীরা।
নয়া দিল্লি: সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! আরও এক ড্রাই ডে (Dry Day) বাড়ল। আগামী ২৪ নভেম্বর, শুক্রবার নবম শিখগুরু তেগ বাহাদুরের শহিদ দিবস। শিখ ধর্মের প্রচারে তাঁর বিশেষ অবদান রয়েছে। শিখ ধর্মাবলম্বীদের কাছেও শিখগুরু তেগ বাহাদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে ২৪ নভেম্বর ড্রাই ডে ঘোষণা করল দিল্লির অরবিন্দ কেজরীবাল সরকার। অর্থাৎ আগামিকাল দিল্লির (Delhi) সমস্ত মদের দোকান, বার ও পাব বন্ধ থাকবে। বৃহস্পতিবার দিল্লি সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে গুরু কেগ বাহাদুরের শহিদ দিবসে ড্রাই ডে ঘোষণা করা হল।
আগামী ২৭ নভেম্বর শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মতিথি। সেই উপলক্ষ্যে সেদিনও দিল্লিতে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেজরীবাল সরকার। অর্থাৎ আগামী সোমবারও দিল্লির সমস্ত মদের দোকান, বার, পাব বন্ধ থাকবে। এককথায়, সেদিনও দিল্লিতে ড্রাই ডে পালিত হবে।
সপ্তাহ খানেক আগে, গত ১৯ নভেম্বর, রবিবার দিল্লিতে ড্রাই ডে পালিত হয়েছে। ছট পুজো উপলক্ষে সেদিন ড্রাই ডে ঘোষণা করে কেজরীবাল সরকার। সেদিন ক্রিকেট বিশ্বকাপ ছিল। ঘটনাচক্রে সেদিনই ছট পুজো হওয়ায় এবং ড্রাই ডে ঘোষিত হওয়ায় মনঃক্ষুণ্ণ হন সুরাপ্রেমীরা। এক সপ্তাহের মধ্যে আবারও দুটি ড্রাই ডে ঘোষণায় স্বাভাবিকভাবেই হতাশ সুরাপ্রেমীরা। তবে দিল্লি আবগারি দফতরের লেটেস্ট খবর অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনে ড্রাই ডে ঘোষিত হবে না।