‘মুখ্যমন্ত্রী কে হবেন?’, সোনওয়ালের পর এবার হিমন্ত বললেন…

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 29, 2021 | 7:37 PM

বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) বলেন, "সেটা দলই সিদ্ধান্ত নিক। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ও বিজেপির সংসদীয় কমিটি।"

মুখ্যমন্ত্রী কে হবেন?, সোনওয়ালের পর এবার হিমন্ত বললেন...
নির্বাচনী প্রচারে ব্যস্ত হিমন্ত বিশ্ব শর্মা। ছবি:PTI

Follow Us

গুয়াহাটি: মসনদ দখলের লড়াই শুরু হয়ে গেলেও জিতলে গদিতে কে বসবেন, সেই প্রশ্ন অতি সন্তর্পণে এড়িয়ে যাচ্ছেন অসমের বিজেপি নেতারা। রবিবারই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal) বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হতে চান কিনা, সেটি প্রশ্ন নয়। সোমবার তাঁরই সহযোদ্ধা তথা অন্যতম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা(Himant Biswa Sharma)-ও সরাসরি জবাব না দিয়ে বললেন, “মুখ্যমন্ত্রী কে হবেন, তা প্রধানমন্ত্রী ও দলের সংসদীয় কমিটিই ঠিক করবে।”

অসমে প্রথম দফার নির্বাচন মিটতেই ফের প্রচারে নেমে পড়েছেন বিজেপি (BJP) নেতৃত্বরা। এ দিন উদালগিরির কালাইগাঁও জেলায় প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে তাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাচতেও দেখা যায়।

চলতি নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলেই জানান বিজেপি নেতা। দ্বিতীয় দফায় বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে কড়া টক্কর দিতে হবে কিনা, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অসমের মানুষদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। দু’দিন থাকুন, আপনারাও বুঝতে পারবেন। যদি সাধারণ মানুষ এভাবেই আমায় ভালোবেসে যান, তাহলে চিন্তা করার কোনও কারণ নেই। সাধারণ মানুষ জানেন যে আমি তাঁদের জন্য কী করতে পারি। ওনারা আমায় যথেষ্ট ভরসা করেন।”

আরও পড়ুন: ‘লকডাউন সমাধান নয়’, মুখ্যমন্ত্রীকে পাল্টা বার্তা বিজেপি নেতার

বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেটা দলই সিদ্ধান্ত নিক। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সংসদীয় কমিটি।”

উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও বলেছিলেন, “তিনি মুখ্যমন্ত্রী হতে চান কিনা, সেটা বড় প্রশ্ন নয়। বিজেপি ভাল কাজ করেছে, তাই ক্ষমতায় আসবে, এটাই প্রধান প্রশ্ন।” ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই দলের শীর্ষ নেতাদের “প্রিয় পাত্র” হয়ে ওঠেন হিমন্ত। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে এই ঠাণ্ডাযুদ্ধ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)-ও কটাক্ষ করে বলেছিলেন, “অসমের বিজেপি কর্মীরা এটাই জানেন না যে মুখ্যমন্ত্রী কে!”

আরও পড়ুন: মন্ত্রীর সঙ্গে অশ্লীল ভিডিয়ো: ‘যেকোনও সময়ে খুন হতে পারি’, নির্যাতিতার চিঠি প্রধান বিচারপতিকে

Next Article