ভোটের আগেই শুরু হিংসার রাজনীতি, রাতের অন্ধকারে কুপিয়ে খুন করা হল বিজেপি বুথ সভাপতিকে

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 13, 2021 | 12:28 PM

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তিনসুখিয়ার বিজেপি বুথ সভাপতি (BJP Booth President) দেবানন্দ গগৈ। রাতে বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করতেই দুমদুমা নাগাঁও এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

ভোটের আগেই শুরু হিংসার রাজনীতি, রাতের অন্ধকারে কুপিয়ে খুন করা হল বিজেপি বুথ সভাপতিকে
প্রতীকী চিত্র।

Follow Us

গুয়াহাটি: নির্বাচনের আগেই শুরু হয়ে গেল প্রতিহিংসার রাজনীতি। শুক্রবার রাতে কুপিয়ে খুন করা হল অসমের তিনসুখিয়ার বিজেপির বুথ সভাপতিকে। মৃতের নাম দেবানন্দ গগৈ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রামেরই এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবানন্দ গগৈ তিনসুখিয়া (Tinsukia) জেলার বুহিদিহিং গ্রাম পঞ্চায়েতের বিজেপি বুথ সভাপতি (BJP Booth President) ছিলেন। আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন হওয়ায় প্রচার সারতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু রাত গড়ালেও বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন বাড়ির লোকেরা। এরপরই দুমদুমা নাগাঁও (Doomdooma Nagaon) এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দেবানন্দ গগৈকে কুপিয়ে খুন করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্য ১০০ কোটি ডোজ়! ভারতে টাকা ঢালতে প্রস্তুত আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়া

ইতিমধ্যেই পুলিশ জয়চন্দ্র গগৈ নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে স্পেশাল ডিজিপি জিপি সিং টুইট করে বলেন, “অভিযুক্ত জয়চন্দ্র গগৈকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। খুন করতে যে ছুরিটি ব্যবহার করা হয়েছিল, তা খোঁজা হচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

এদিকে, দলীয়কর্মীর খুনের ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarbananda Sonowal)। তিনি টুইট করে লেখেন, “অসম বিজেপির কার্যকর্তা দেবা গগৈয়ের নৃশংস খুনের ঘটনার কড়া সমালোচনা করছি। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা রইল। এই ধরনের হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না এবং অপরাধীকে আইন মেনে কড়া শাস্তি দেওয়া হবে, এই বিষয়ে আমি আশ্বস্ত করছি।”

আরও পড়ুন: আর তাঁবু নয়, দিল্লি সীমান্তে পাকা বাড়ি বানাচ্ছেন বিক্ষোভকারী কৃষকরা

Next Article