AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zelensky Tea : ইউক্রেন নয় ভারতে মিলবে এবার জ়েলেনস্কি চা! কেনার আগে জেনে নিন

Zelensky Tea : অসমে একটি চায়ের সংস্থা নিজেদের চায়ের নাম রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির নামে।

Zelensky Tea : ইউক্রেন নয় ভারতে মিলবে এবার জ়েলেনস্কি চা! কেনার আগে জেনে নিন
ছবি সৌজন্যে : টুইটার
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 11:02 PM
Share

গুয়াহাটি : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ঝাঁঝ পৌঁছেছে গোটা বিশ্বে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে হাল ছাড়েনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। সিরিয়ালের অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট গোটা সফরে জনপ্রিয়তা কুড়িয়েছেন জ়েলেনস্কি। এমনকি রাশিয়ার সামরিক অভিযানে পিছু হটেননি তিনি। রাজধানী কিয়েভে থেকে লড়ে গিয়েছেন। সাহায্যের জন্য বহু দেশের কাছে প্রার্থনাও করেছেন। এইবার তাঁর খ্যাতির প্রতিফলন দেখা গেল ভারতেও। অসমে একটি চায়ের সংস্থা নিজেদের চায়ের নাম রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির নামে। অসমের একটি স্টার্টআপ সংস্থা অ্যারোমিকা টি সিটিসি টি-এর নামকরণ হয়েছে তাঁর নামে। তাঁর বীরত্ব ও সাহসিকতাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অ্যারোমেটিক টি-এর ডিরেক্টর রঞ্জিত বড়ুয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন,গতকালই ‘জ়েলেনস্কি’ ব্র্যান্ড চা লঞ্চ করা হয়েছে। এটি একটি কড়া অসম সিটিসি চা। তাঁর আরও সংযোজন, “মূল ধারণাটি হল ইউক্রেনের রাষ্ট্রপতির বীরত্ব ও সাহসকে সম্মান জানানো যিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জ়েলেনস্কি বলেছিলেন যে তাঁর একটি বিনামূল্যের যাত্রার প্রয়োজন নেই তবে গোলাবারুদ দরকার। এটি তাঁর চরিত্রকে দেখায়।”

ইউক্রেনিয়ান ছাত্র, “পুরোপুরি ভালো করেই জানে যে জয় কোনওভাবে সম্ভব নয়”, তবুও এখনও লড়াই করছে। তিনি বলেছেন, “আমরা তাঁর চরিত্র,বীরত্ব এবং অসমের চায়ের মধ্যে একটি সাদৃশ্য আঁকতে চেষ্টা করছি।” তিনি জানিয়েছেন যে এই চা অনলাইনে বিক্রির জন্য পাওয়া যাবে। টি বোর্ডের তথ্য অনুযায়ী, রাশিয়া ভারতীয় চায়ের বৃহত্তম আমদানিকারক। ২০২১ সালে তারা ৩৪.০৯ মিলিয়ন কেজি চা সংগ্রহ করেছিল। অন্যদিকে, ইউক্রেন ভারত থেকে বছরে ১.৭৩ মিলিয়ন কেজি চা আমদানি করেছে। চা বাগানকারী এবং রপ্তানিকারকরা সম্প্রতি যুদ্ধের মধ্যে রাশিয়ায় রপ্তানির উপর তাদের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রপ্তানিকারকদের আশঙ্কা যে সেখানে অর্থের লেনদেন হয় সাধারণত ডলারে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে তাঁদের চায়ের আমদানি প্রভাবিত হবে কিনা তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন : Manipur CM Face : ঐতিহাসিক জয়েও ‘মুখ’ বদল? মণিপুরের মুখ্যমন্ত্রীর গদির লড়াইয়ে এগিয়ে কে!