VIDEO: কেউ M.A, কারও রয়েছে Ph.D, ‘কুলির’ পদে আবেদন ২৫ হাজারের, ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার জোগাড়

Stampede Situation: কাউন্টারে কে আগে আবেদনপত্র জমা দেবে, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকেন চাকরিপ্রার্থীরা। খাবার বা জলও জোটেনি তাদের। শৌচালয়েও যেতে পারেননি, লাইন ছেড়ে বেরতে হওয়ার ভয়ে। প্রচণ্ড গরম, তার মধ্যে ভিড়, অনেক চাকরিপ্রার্থীই অসুস্থ হয়ে পড়েন।

VIDEO: কেউ M.A, কারও রয়েছে Ph.D, 'কুলির' পদে আবেদন ২৫ হাজারের, ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার জোগাড়
চাকরিপ্রার্থীদের ভিড়।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jul 17, 2024 | 11:08 AM

মুম্বই: চাকরির আকাল। ২২০০ শূন্যপদে নিয়োগের জন্য জমা পড়ল ২৫০০০-রও বেশি আবেদন। পরীক্ষার্থীদের ভিড় সামলাতে গিয়ে কার্যত পদপিষ্ট হওয়ার জোগাড়়। হিমশিম খেতে হল বিমানবন্দর কর্তৃপক্ষ, পুলিশ এবং এয়ার ইন্ডিয়ার কর্মীদের। সোশ্যাল মিডিয়ায় চাকরিপ্রার্থীদের ভিড়ের ছবি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে চাকরির সঙ্কট নিয়েও।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার তরফে মুম্বই বিমানবন্দরে কর্মী নিয়োগ করা হচ্ছে। এয়ারপোর্ট লোডার, যাদের কাজ বিমানে যাত্রীদের ব্যাগ ওঠানো ও নামানো-সেই পদে  ২২১৬ কর্মীকে নিয়োগ করা হচ্ছে। ২২১৬ শূন্যপদের বিজ্ঞপ্তি বের হতেই তাতে আবেদন জানানোর জন্য হাজির হয় ২৫ হাজারেরও বেশি আবেদনকারী।

কাউন্টারে কে আগে আবেদনপত্র জমা দেবে, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা ধরে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকেন চাকরিপ্রার্থীরা। খাবার বা জলও জোটেনি তাদের। শৌচালয়েও যেতে পারেননি, লাইন ছেড়ে বেরতে হওয়ার ভয়ে। প্রচণ্ড গরম, তার মধ্যে ভিড়, অনেক চাকরিপ্রার্থীই অসুস্থ হয়ে পড়েন।

এর দিন কয়েক আগে, গুজরাটের ভারুচ জেলায় একটি সংস্থায় চাকরিপ্রার্থীদের ভিড়-ধাক্কাধাক্কি দেখা গিয়েছিল। মাত্র ১০টি শূন্যপদের জন্য প্রায় ২০০০-র কাছাকাছি আবেদনকারী হাজির হয়। ভিড়ের চাপে রেলিং ভেঙে পড়ে। আহত হন কয়েকজন চাকরিপ্রার্থী। এবার মুম্বইতেও দেখা গেল একই ছবি।

মুম্বই বিমানবন্দরে চাকরিপ্রার্থীদের ভিড়ের ছবি পোস্ট করে কংগ্রেস সাংসদ বর্ষা গাইকোয়াড বেকারত্ব ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি লেখেন, “বিগত ১০ বছরে বেকারত্ব এতটা বেড়েছে যে যুব প্রজন্ম রাশিয়া-ইজরায়েলের যুদ্ধে যেতেও রাজি হয়ে যাচ্ছে। চাকরির কথা শুনলেই হাজার হাজার প্রার্থী ভিড় করছে। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।”

উল্লেখ্য, এয়ারপোর্ট লোডারদের বেতন ২০ থেকে ২৫ হাজার টাকা হয়। বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন না হলেও, আবেদনকারীদের শারীরিভাবে শক্তিশালী হতে হয় ভার বহনের জন্য। প্রতিটি বিমানে কমপক্ষে ৫ জন লোডারের প্রয়োজন পড়ে।