AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Accident: বিকট শব্দ, তারপরই মুখোমুখি ধাক্কা দুই গাড়ির, বছর শুরুর দিনই শেষ হয়ে গেল তরতাজা ৯টি প্রাণ

Rajasthan Road Accident: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আসছিল পিকআপ ভ্যানটি। আচমকাই সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়েন বাইক আরোহীরা।

Road Accident: বিকট শব্দ, তারপরই মুখোমুখি ধাক্কা দুই গাড়ির, বছর শুরুর দিনই শেষ হয়ে গেল তরতাজা ৯টি প্রাণ
দুর্ঘটনাগ্রস্থ গাড়িদুটি। ছবি:ANI
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 8:12 AM
Share

জয়পুর: নববর্ষের প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনা (Accident)। দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হল বাইকের। এরপরে উল্টোদিক থেকে আসা আরও একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে। আহত আরও তিনজন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) শিকর জেলায়।  দুর্ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে তিনটে নাগাদ শিকর জেলার সামোদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানে মোট ১৪ জন যাত্রী ছিল। তাঁরা স্থানীয় খানদেলা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। দুপুর নাগাদ আচমকা বাইকের সঙ্গে ধাক্কা লাগে পিকঅ্যাপ ভ্যানটির। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইক আরোহীদের পাশাপাশি দুই গাড়ির চালক ও যাত্রী সহ মোট ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত পালসানা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক, তাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে আসছিল পিকআপ ভ্যানটি। আচমকাই সামনে থাকা একটি বাইককে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়েন বাইক আরোহীরা। গাড়ির চাকায় যাতে তারা পিষে না যান, তার জন্যই দ্রুত পাশ কাটানোর চেষ্টা করেন পিকআপ ভ্যানের চালক। কিন্তু সেই সময়ই উল্টোদিক থেকে এসে পড়ে আরেকটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে।

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।