‘ধার দিতে পারবেন যোগী আদিত্যনাথকে?’, অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কদর

Australian MP Asks For UP CM Yogi Adityanath's Help: সংক্রমণ নিয়ন্ত্রণে একসময় যেখানে অস্ট্রেলিয়া বাকি দেশগুলির তুলনায় এগিয়ে ছিল, সেখানেই কম টিকাকরণের কারণে বর্তমানে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

'ধার দিতে পারবেন যোগী আদিত্যনাথকে?', অস্ট্রেলিয়ায় হঠাৎ বাড়ল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কদর
যোগী আদিত্যনাথের কাছে কীসের সাহায্য চাইলেন অস্ট্রেলিয়ান সাংসদ?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 2:59 PM

লখনউ: করোনা মোকাবিলা নিয়ে যেখানে তুমুল সমালোচনার শিকার হয়েছিল যোগী সরকার, সেখানেই অস্ট্রেলিয়ার এক সাংসদ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেই করোনা মোকাবিলার পরামর্শ চাইলেন। অস্ট্রেলিয়ার সাংসদ ক্রেগ কেলি টুইট করে যোগী আদিত্যনাথের কাছে করোনা মোকাবিলার পরামর্শ চাইলেন।

ডেল্টা স্ট্রেনের দাপটে বিগত ১৫ দিন ধরেই লকডাউন অস্ট্রেলিয়ায়। সংক্রমণ নিয়ন্ত্রণে একসময় যেখানে অস্ট্রেলিয়া বাকি দেশগুলির তুলনায় এগিয়ে ছিল, সেখানেই কম টিকাকরণের কারণে বর্তমানে ব্যাপক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে ডেল্টা স্ট্রেনও থাবা বসিয়েছে। ফলে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে।

এই পরিস্থিতিতে ভারতের কাছ থেকেই সাহায্য চাইলেন অস্ট্রেলিয়ার সাংসদ। যোগী সরকারের প্রশংসা করে ক্রেগ কেলি বলেন, “ভারতের উত্তর প্রদেশ ও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে করোনার একের পর এক ঢেউয়ের মোকাবিলা করেছে, তা রুখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। স্বাস্থ্যকর্মী, রোগী ও যারা আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছেন, তাদের চিকিৎসার জন্য আইভারমেকটিনও যেভাবে ব্যবহার করা হয়েছে, তাও অসাধারণ। আমাদের অযোগ্য স্টেট প্রিমিয়ার যে অবস্থার সৃষ্টি করেছেন, তা থেকে উদ্ধার করতে আপনারা কি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধার দিতে পারবেন, যাতে তিনি আইভারমেকটিন দিয়ে আমাদের সাহায্য করতে পারেন।”

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উত্তর প্রদেশের গঙ্গায় দেহ ভাসতে দেখা যায়। এই ঘটনা কেন্দ্র করে সমালোচনার ঝড়ও ওঠে। কিন্তু গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশ সরকারের হেল্পলাইন পরিষেবা ও বয়স্কদের আইনি সাহায্য দেওয়ার প্রশংসা করেন। আরও পড়ুন: কোনও রদবদল নয়, বিরোধী দলনেতা থাকবেন অধীরই! জল্পনা তুঙ্গে