
অযোধ্য়া: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। তারপরই উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। ইতিমধ্য়েই জোরকদমে চলছে মন্দির নির্মাণের শেষ মুহূর্তের কাজ। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। ২৪ জানুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা। চলতি বছরে দেশের সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই রাম মন্দিরের উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৬ হাজার আমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছে। রাম মন্দিরের মতোই বিশেষ তার আমন্ত্রণ কার্ডও। এই আমন্ত্রণ কার্ড কেমন দেখতে জানেন?
আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের । দুপুর ১২টা ২০ মিনিটে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পুজো করবেন। গর্ভগৃহে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মন্দিরের প্রধান পুজারী।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ধর্মগুরু থেকে সাধুসন্ত ও দেশের বিভিন্ন বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ দিন এক্স হ্যান্ডেলে দূরদর্শনের তরফে আমন্ত্রণ পত্রের ভিডিয়ো পোস্ট করা হয়। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, আমন্ত্রণপত্রের প্রথম পাতায় লেখা, রামলালাকে তাঁর আসল স্থানে ফিরিয়ে আনা হবে, নতুন মন্দিরে। ধাপে ধাপে কীভাবে মন্দিরের উদ্বোধন ও রামলালার মূর্তি স্থাপন করা হবে, তাও উল্লেখ করা হয়েছে আমন্ত্রণ পত্রে।
हरि अनन्त हरि कथा अनन्ता।
कहहि सुनहि बहुविधि सब संता।।#RamJanmbhoomiMandir की #PranPratishtha का भव्य निमंत्रण पत्र। #RamMandir | #Ayodhya pic.twitter.com/CJslFXicYM— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) January 3, 2024
১৫ জানুয়ারি, মকর সংক্রান্তির পরের দিন রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। এরপর ১৬ জানুয়ারি থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সরযূ নদীর পাড়ে বিষ্ণু পুজো ও গৌ-দান করা হবে সেদিন। ১৭ জানুয়ারি রামলালার আসল মূর্তি নিয়ে শহর পরিক্রমায় বের হবে। ১৮ জানুয়ারি থেকে প্রাণ প্রতিষ্ঠার পুজো শুরু হবে। মন্ডপের পুজো, বাস্তু পুজো, বরুণ পুজো, গণেশ পুজো হবে। ১৯ জানুয়ারি থেকে যজ্ঞ শুরু হবে। নবগ্রহ শান্তি যজ্ঞও হবে।
২০ জানুয়ারি ৮১ কলস জল, যা দেশের বিভিন্ন নদী থেকে সংগ্রহ করে আনা হয়েছে, তা দিয়ে মন্দির শোধন করা হবে। ২১ জানুয়ারি রামলালার মূর্তিকেও ১২৫ কলস জল দিয়ে মূর্তি পরিশোধন করা হবে।
রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ৬ হাজার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন রজনীকান্ত, অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রাজকুমার হিরাণী, সঞ্জয় লীলা বনসালী, রোহিত শেট্টির মতো প্রমুখ ব্যক্তিত্বরা।