AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের ছাদ কি সত্যি ফুটো? জল পড়ছে কোথা থেকে?

Ram Mandir Roof Leakage: মঙ্গলবার অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, "মন্দির নির্মাণে কোনও খামতি বা ব্যবহৃত পণ্যের গুণমানে আপোস করা হয়নি। ছাদ ফুটো হয়ে জল পড়ার তথ্য ভুল।"

Ayodhya Ram Mandir: রাম মন্দিরের ছাদ কি সত্যি ফুটো? জল পড়ছে কোথা থেকে?
রাম মন্দিরের ছাদ থেকে জল।Image Credit: Twitter
| Updated on: Jun 27, 2024 | 6:49 AM
Share

অযোধ্য়া: ছয় মাসও হয়নি মন্দিরের গর্ভগৃহের উদ্বোধনের, এর মধ্যেই নাকি রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) ছাদ ফুটো হয়ে গিয়েছে। গর্ভগৃহের ছাদ চুঁইয়ে পড়ছে জল। রাম মন্দিরের প্রধান পুরোহিত নিজেই এই কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্যের পরই শোরগোল পড়ে যায়। রাম মন্দিরের নির্মাণে কোটি কোটি টাকা খরচ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু একদিন কাটতে না কাটতেই গল্পে টুইস্ট। এবার রাম মন্দিরের নির্মাণ কমিটির তরফে জানানো হল, মন্দির নির্মাণে কোনও ত্রুটি-খামতি নেই। ছাদ ফুটো হয়ে নয়, বরং বিদ্যুতের লাইন বেয়ে জল পড়ছে।

মঙ্গলবার অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, “মন্দির নির্মাণে কোনও খামতি বা ব্যবহৃত পণ্যের গুণমানে আপোস করা হয়নি। ছাদ ফুটো হয়ে জল পড়ার তথ্য ভুল। বিদ্যুতের লাইন বেয়ে জল পড়ছে। সেটাই রাম মন্দিরের গর্ভগৃহে চুঁইয়ে পড়ছে।”

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস সংবাদসংস্থা এএনআই-কে বলেছিলেন, “বর্ষা নামতেই রাম মন্দিরের গর্ভগৃহের ছাদ চুঁইয়ে জল পড়ছে। মন্দিরে এখনও কাজ চলছে। উপস্থিত রয়েছেন বহু ইঞ্জিনিয়ার। তারপরও কীভাবে উদ্বোধনের কয়েক মাস পরই গর্ভগৃহের এমন অবস্থা, দেখা উচিত। কারণ, মন্দির থেকে জল বের করার জায়গা নেই। বৃষ্টি বাড়লে, মন্দিরে পুজো অর্চনা করা কঠিন হবে।”