Video: রামলালার গর্ভগৃহ পরিষ্কার হবে রুপোর ঝাঁটায়, কেমন দেখতে?

Sukla Bhattacharjee |

Jan 28, 2024 | 9:31 PM

Ram Temple: ৫ দিন পরেও রাম মন্দিরে ভক্তদের ভিড় কমেনি। শৈত্য প্রবাহ উপেক্ষা করেই ভক্তরা ভোর থেকে লাইন দিয়ে রামলালার দর্শন করে পুজো দিচ্ছেন। ভক্তদের মন্দিরে প্রবেশের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। ভোর সাড়ে ৪টের সময় রামলালার শ্রীঙ্গার আরতি হবে। সকাল সাড়ে ৬টা মঙ্গল আরতি হবে। তারপরই মন্দিরের গেট খোলা হবে এবং সকাল ৭টা থেকে ভক্তরা রামলালার দর্শন করতে পারবেন।

Video: রামলালার গর্ভগৃহ পরিষ্কার হবে রুপোর ঝাঁটায়, কেমন দেখতে?
রাম মন্দিরের জন্য এল রুপোর ঝাঁটা।

Follow Us

অযোধ্যা: রাম মন্দিরের (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠার পর ৬ দিন পেরিয়ে গিয়েছে। এখনও উপহার আসার অন্ত নেই। উপহারগুলির মধ্যে স্বর্ণ পাদুকা, বিশালাকার ঘণ্টা, বিশালাকার প্রতীকী তালা আগেই সকলের নজর কেড়েছিল। এবার নজর কাড়ল ঝাঁটা। গর্ভগৃহ পরিষ্কার করার জন্য এল প্রায় ২ কেজি ওজনের রুপোর ঝাঁটা (Silver broom)। কেবল রুপোয় মোড়া ওজনে নয়, কারুকাজেও নজর কেড়েছে এই ঝাঁটা। অন্যদিকে, ভক্তদের রাম মন্দিরে প্রবেশের জন্য নতুন সময় স্থির করা হয়েছে।

রাম মন্দির সূত্রে খবর, রামভক্তদের সংগঠন, অখিল ভারতীয় মাঙ্গ সমাজ-এর তরফে অযোধ্যার রাম মন্দিরে রুপোর ঝাঁটা উপহার দেওয়া হল। ঝাঁটাটির ওজন ১.৭৫১ কেজি। ঝাঁটার কাঠিগুলি যেমন রুপোর, তেমনই হাতলটি সুন্দর নকশা করা, হাতলের দু-পাশে ময়ূর নকশা করা রয়েছে। আর হাতলের উপরে বসে রয়েছেন লক্ষ্মী দেবী। সবমিলিয়ে বলা যায়, ঝাঁটাটি রুপো দিয়ে বাঁধানো ও সুন্দর কারুকাজ সম্বলিত। মন্দিরের গর্ভগৃহ পরিষ্কার করার জন্যই এই ঝাঁটা উপহার দেওয়া হয়েছে। রুপোর এই ঝাঁটা মন্দিরে নিয়ে আসার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি কাচের বাক্সের ভিতরে রাখা রুপোর ঝাঁটা। সেই বাক্সটি ফুল দিয়ে সাজানো এবং সেটি মাথায় করে নিয়ে আসছেন ভক্তরা।

অন্যদিকে, ৫ দিন পরেও রাম মন্দিরে ভক্তদের ভিড় কমেনি। বর্তমানে উত্তর প্রদেশে শৈত্য প্রবাহ চলছে। সেই ঠান্ডা উপেক্ষা করেই ভক্তরা ভোর থেকে লাইন দিয়ে রামলালার দর্শন করে পুজো দিচ্ছেন। ভক্তদের মন্দিরে প্রবেশের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। ভোর সাড়ে ৪টের সময় রামলালার শ্রীঙ্গার আরতি হবে। সকাল সাড়ে ৬টা মঙ্গল আরতি হবে। তারপরই মন্দিরের গেট খোলা হবে এবং সকাল ৭টা থেকে ভক্তরা রামলালার দর্শন করতে পারবেন।

Next Article