Ayushman Bharat PM-JAY: বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিচ্ছে মোদী সরকার, কীভাবে করবেন আবেদন?

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 27, 2024 | 2:02 PM

Health Insurance: এবার থেকে নিখরচায় মিলবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা। কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা দেওয়া হবে। আগামী নভেম্বর মাস থেকেই এই বিমা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হবে বলেই জানা গিয়েছে।

Ayushman Bharat PM-JAY: বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিচ্ছে মোদী সরকার, কীভাবে করবেন আবেদন?
কীভাবে পাবেন এই স্বাস্থ্যবিমার সুবিধা?
Image Credit source: triloks/E+/Getty Images

Follow Us

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শারীরিক অসুস্থতা, জটিলতাও। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসার যা খরচ, তা অনেকেরই সাধ্যের বাইরে। সেই কারণে অনেকেই সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হন। এই কারণেই প্রয়োজন স্বাস্থ্যবিমার, যা বিপদের সময়ে চিকিৎসা ও হাসপাতালের খরচ বহনে সাহায্য করবে। তবে বেসরকারি বা প্রাইভেটে স্বাস্থ্যবিমা করানোর ঝক্কি অনেক। একে তো প্রিমিয়ামের খরচ, তার উপরে নির্দিষ্ট বয়স পার করলেই আর স্বাস্থ্যবিমার কভারেজ পাওয়া যায় না। বিভিন্ন রোগের কভারেজও থাকে না স্বাস্থ্যবিমার অধীনে। তবে এই সমস্ত চিন্তাই এবার দূর হবে। প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বড় খবর। এবার থেকে নিখরচায় মিলবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা। কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা দেওয়া হবে। আগামী নভেম্বর মাস থেকেই এই বিমা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হবে বলেই জানা গিয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল যে আয়ুষ্মান ভারত যোজনার অধীনে এবার সত্তরোর্ধ্ব ব্যক্তিদেরও স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে। বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন তারা। গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে এই স্বাস্থ্যবিমা প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এরপরই জানা যায় যে চলতি বছর থেকেই এই বিমার সুবিধা পাওয়া যাবে।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-

আয়ুষ্মান ভারত পিএম জন আরোগ্য যোজনা হল কেন্দ্রীয় সরকারের ফ্ল্য়াগশিপ স্বাস্থ্যবিমা পলিসি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের লক্ষ্যই ছিল দেশের আর্থিকভাবে দুর্বল মানুষদের ভাল চিকিৎসা পরিষেবা ও আর্থিক সুরক্ষার সুবিধা দেওয়া। আর্থিক কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা-ই আয়ুষ্মান ভারত প্রকল্পের লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই আয়ুষ্মান ভারত যোজনারই নতুন সংযোজন হল প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা। সত্তরোর্ধ্ব সকল ব্যক্তি এই বিমার সুবিধা পাবেন।

কারা এই সুবিধা পাবেন?

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই বিমার সুবিধা পাবেন। এই স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনও ভেদাভেদও থাকবে না। সমাজের যে কোনও স্তরের প্রবীণ নাগরিকরাই এই বিমার সুবিধা পাবেন। যাদের পরিবার ইতিমধ্য়েই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান, সেই পরিবারের প্রবীণ নাগরিকরাও বছরে অতিরিক্ত ৫ লক্ষ টাকার টপ-আপ কভার পাবেন তাদের চিকিৎসার জন্য। বাকিরা পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

প্রতীকী চিত্র। Pixabay

অন্য বিমা থাকলেও কি মিলবে সুবিধা?

যে সকল সত্তরোর্ধ্ব প্রবীণ নাগরিকরা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বিমা (CGHS), এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেলথ স্কিম (ECHS), আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-র মতো সরকারি বিমা পরিষেবার সুবিধা পান, তারা আয়ুষ্মান ভারত বা বর্তমানে থাকা বিমার মধ্য়ে যে কোনও একটি বিমা প্রকল্প বেছে নিতে পারবেন।

যাদের প্রাইভেট স্বাস্থ্যবিমা বা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স স্কিম (ESI) রয়েছে, তারা আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন।

কী কী সুবিধা পাবেন এই বিমায়?

  • আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনার অধীনে আপনি যা যা সুবিধা পাবেন-
  • মেডিক্যাল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ।
  • হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসা ও সেবা-শুশ্রষার খরচ।
  • হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ।
  • নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (ICU) সার্ভিস।
  • ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ।
  • মেডিক্যাল ইমপ্ল্যান্ট।
  • হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ।
  • হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমেই আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://abdm.gov.in/- এ ক্লিক করতে হবে। সেখানে নিজের নাম রেজিস্টার করতে হবে।
  • PMJAY কিয়স্কে আধার বা রেশন কার্ড ভেরিফাই করাতে হবে।
  • এরপর পরিবারের পরিচয় প্রমাণ জমা দিতে হবে।
  • পরের ধাপেই তৈরি হয়ে যাবে আয়ুষ্মান ভারত কার্ড। প্রতিটি কার্ডের একটি ইউনিক আইডি (AB-PMJAY ID) থাকবে। ই-কার্ডটি প্রিন্ট আউট করে রাখুন।

এছাড়া আপনি আয়ুষ্মান মিত্র বা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কাছের হাসপাতালে গিয়েও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড তৈরি করতে পারেন। এর জন্য শুধু আপনাকে পরিচয় পত্র, যেমন আধার কার্ড নিয়ে যেতে হবে।

কোন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন? Pixabay

কোন হাসপাতালে চিকিৎসা করানোর সুবিধা পাবেন?

কেন্দ্রীয় সরকারি এই যোজনার অধীনে সরকারি এবং বেসরকারি-উভয় হাসপাতালেই চিকিৎসা করানোর সুযোগ পাবেন প্রবীণ নাগরিকরা। কোন কোন হাসপাতালে এই বিমার সুবিধা পাওয়া যাবে, তা জানতে

  • প্রথমেই আয়ুষ্মান ভারতের ওয়েবসাইট pmjay.gov.in- এ ক্লিক করুন।
  • এরপর মেনু থেকে Find Hospital- অপশনে ক্লিক করুন।
  • কোন ধরনের হাসপাতাল খুঁজছেন, তা সিলেক্ট করুন। অর্থাৎ সরকারি না বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চান, তা বাছুন।
  • এরপর সার্চ অপশনে ক্লিক করলে একটি ক্যাপচা কোড আসবে। এই কোড দিলেই আপনার শহরের হাসপাতালের তালিকা খুলে যাবে যেখানে এই স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যাবে।
Next Article