AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balochistan: অস্ত্র বিরতি হলেও ঘরের অশান্তি থামাবে কী করে পাকিস্তান?

BLA: শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদের বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে ভারত। যার জেরে এই বিধ্বস্ত এই বিমানঘাঁটি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বালোচিস্তানের অনেকটাই অংশ (৪০ থেকে ৫০) শতাংশে পাক সেনাবাহিনীর কোনও নিয়ন্ত্রণই নেই।

Balochistan: অস্ত্র বিরতি হলেও ঘরের অশান্তি থামাবে কী করে পাকিস্তান?
বিএলএ-আক্রমণ করতে পিছু ছাড়ছে না Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2025 | 6:26 PM
Share

নয়া দিল্লি:দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করা হয়েছে। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা অ্যাকশন চালানো হবে না। জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। আপাতত সংঘর্ষ বিরতিতে গেলেও নিজের ঘরের ভিতরের আক্রমণ কীভাবে সামলাবে পাকিস্তান?

কখনও আইইডি দিয়ে গাড়ি উড়িয়ে দিয়েছে। কখনও পাক-সেনার কনভয়ে হামলা। ঘরের ভিতরেই প্রবল চাপে রয়েছে পাকিস্তান। এবার বালোচিস্তানের কেচ-এ পাক বাহিনীর উপর হামলা BLA-র। একটি বিবৃতি দিয়ে বালোচ লিবারেশন আর্মির দাবি, ৩৯ জায়গা জুড়ে পাক বাহিনীর উপর হামলা BLA-র।

শনিবার পাকিস্তানের সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদের বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে ভারত। যার জেরে এই বিধ্বস্ত এই বিমানঘাঁটি। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বালোচিস্তানের অনেকটাই অংশ (৪০ থেকে ৫০) শতাংশে পাক সেনাবাহিনীর কোনও নিয়ন্ত্রণই নেই। এই অবস্থায় ৩৯টি অংশে হামলার খবর মিলছে। তবে যতক্ষণ না পর্যন্ত করাচি বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ হয় বা এখান থেকে বায়ুসেনার ‘অপারেশন’ সম্পূর্ণ বন্ধ হয় সেই সময় বিএলএ-র এই দাবি নিতান্তই তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়েছে। লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে পাকিস্তান। বাইরে যখন যুদ্ধ বাধানোর চেষ্টা করছে, সেখানেই পাকিস্তানের ঘরই কিন্তু বেসামাল। ক্রমেই বেড়ে চলেছে বিদ্রোহ। মাথা চাগার দিয়ে উঠেছে বালোচিস্তান লিবারেশন আর্মি। তাদের লক্ষ্য একটাই- পাকিস্তান থেকে স্বাধীনতা। ইতিমধ্যেই তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে আলাদা দেশের স্বীকৃতি দাবি করছে। ভারতেও দূতাবাস খুলতে চেয়েছে। এর আগেও একাধিকবার পাকসেনার কনভয়ে হামলা করছে BLA।