Sheikh Hasina: দেশছাড়া হাসিনা, মায়ের সঙ্গে দেখা করতে পারেন কন্যা সাইমা

Bangladesh: সোমবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তাঁর সঙ্গে আলোচনার সময়ই নিজের মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Sheikh Hasina: দেশছাড়া হাসিনা, মায়ের সঙ্গে দেখা করতে পারেন কন্যা সাইমা
সাজিব ওয়াজেদ জয়ের বোন অর্থাৎ শেখ হাসিনার মেয়ে সায়মা থাকেন দিল্লিতে। তিনি দিল্লির কোথায় থাকেন, কী সূত্রে দিল্লিতে থাকেন, কী চাকরি করেন জানেন?Image Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2024 | 11:33 AM

নয়া দিল্লি: দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। বিষণ্ণ শেখ হাসিনা। এমনটাই জানিয়েছেন তাঁর ছেলে সাজিব ওয়াজেদ জয়। আজ, ভারতে থাকাকালীন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন তাঁর কন্যা সাইমা ওয়াজেদ।

সূত্রের খবর, সোমবার রাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তাঁর সঙ্গে আলোচনার সময়ই নিজের মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আজ হাসিনার অনুরোধ মেনেই, তাঁর মেয়ের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, ভারতেই থাকেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর হিসাবে কর্মরত। দিল্লির সদর দফতরেই কাজ করেন তিনি। ২০২৩ সালেই তাঁর নাম মনোনয়ন করা হয় বাংলাদেশের তরফে। জি-২০ সম্মেলনেও শেখ হাসিনার সঙ্গে দেখা গিয়েছিল সাইমাকে।

গতকাল শেখ হাসিনা ভারতে আসার পর আজ মায়ের সঙ্গে দেখা করতে পারেন সাইমা।