আগরতলা: বাংলাদেশের অশান্তির আঁচ যেন দিনে দিনে আরও গনগনে হচ্ছে। ছড়িয়ে পড়ছে সর্বত্র। ত্রিপুরায় এবার বন্ধ বাংলাদেশ সরকারি হাই কমিশন। সম্প্রতি হামলার পর আপাতত ভিসা এবং কনস্যুলার সংক্রান্ত কাজ বন্ধ থাকবে। মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়।
জানা গিয়েছে, নিরাপত্তাজনিত সমস্যার কারণ দেখিয়েই হাইকমিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা ও কনস্যুলার সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ থাকবে। বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় ভারতের রাষ্ট্রদূতকেও তলব করেছে ইউনূস সরকার।
প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপরে নির্বিচারে হওয়া অত্যাচারের প্রতিবাদ হচ্ছে দিকে দিকে। ত্রিপুরার আগরতলাতেও প্রতিবাদ হচ্ছিল। বিক্ষোভ চলাকালীন কিছু বিক্ষুব্ধ জনতা হাইকমিশন চত্বরে ঢোকার চেষ্টা করে। এই ঘটনার নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারত সরকারের তরফেও এই ঘটনায় ক্ষমা চাওয়া হয়েছে। ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বদলি করা হয়েছে পুলিশের এক কর্তাকেও।