Bank Holidays: নভেম্বর ১৭ দিন বন্ধ ব্যাঙ্ক, যাওয়ার আগে জেনে নিন দিনগুলি

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 25, 2021 | 9:45 PM

Bank Holidays: নভেম্বর মাসের শুরু কন্নড় রাজ্যোৎসব দিয়ে হচ্ছে। ফলে ১ নভেম্বর বেঙ্গালুরু আর ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৩ নভেম্বর নরক চতুর্দশীতে স্রেফ বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পুরো দেশে ৭,১৪,২১ আর ২৮ নভেম্বর রবিবার বলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অন্যদিকে ১৩ আর ২৭ নভেম্বর দ্বিতীয় আর চতুর্থ শনিবার উপলক্ষে পুরো দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays: নভেম্বর ১৭ দিন বন্ধ ব্যাঙ্ক, যাওয়ার আগে জেনে নিন দিনগুলি
ফাইল চিত্র

Follow Us

নতুন দিল্লি: আগামী নভেম্বর মাস উৎসব দিয়ে শুরু হতে চলেছে। ফলে বেশিরভাগ সরকারি বিভাগ বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে। নভেম্বর মাসে ধনতেরাস, দীপাবলী, ভাইফোঁটা, ছটপুজো, এবং গুরু নানক জয়ন্তীর মতো বড় উৎসব সহ মোট ১৭ দিন ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে। তবে ১৭দিনের এই ছুটি দেশের সব ব্যাঙ্কে এক সঙ্গে হবে না। কিছু রাজ্যে সেখানকার পালিত উৎসব এবং পরবের উপর নির্ভর করে অতিরিক্ত ছুটি কার্যকর হবে। প্রসঙ্গত আরবিআই প্রতি মাসের ছুটির সম্পূর্ণ তালিকা প্রকাশ করে থাকে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাজ্যে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

নেগশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী ১১দিনের ছুটি

ব্যাঙ্কের গ্রাহকদের যদি প্রয়োজনীয় কাজ থাকে তাহলে তা এ মাসেই মিটিয়ে নিন। আরবিআই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী ১,৩,৪,৫,৬,১০,১১,১২,১৯, ২২ এবং ২৩ নভেম্বর ছুটি ঘোষণা করেছে। এছাড়াও নভেম্বরে ৪টি রবিবার আর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পুরো দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

এখনই মিটিয়ে নিন ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কাজ

আরবিআইয়ের তরফে প্রকাশিত ব্যাঙ্কের ছুটির তালিকা অনুযায়ী আপনারা দ্রুতই ব্যাঙ্কের জরুরী কাজ মিটিয়ে নিন। তাহলে আপনারা ব্যাঙ্কে গিয়ে ফিরে আসার সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। নভেম্বর মাসের শুরু কন্নড় রাজ্যোৎসব দিয়ে হচ্ছে। ফলে ১ নভেম্বর বেঙ্গালুরু আর ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৩ নভেম্বর নরক চতুর্দশীতে স্রেফ বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পুরো দেশে ৭,১৪,২১ আর ২৮ নভেম্বর রবিবার বলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অন্যদিকে ১৩ আর ২৭ নভেম্বর দ্বিতীয় আর চতুর্থ শনিবার উপলক্ষে পুরো দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

কোন কোন দিন কোন কোন রাজ্যে বন্ধ ব্যাঙ্ক

> দীপাবলী উপলক্ষে বেঙ্গালুরু বাদে সমস্ত রাজ্যে ৪ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে।
> এছাড়াও পরের দিন অর্থাৎ ৫ নভেম্বর গোবর্ধন পুজো উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, কানপুর, লখনউ, মুম্বই আর নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
> ভাইফোঁটা, চিত্রগুপ্ত জয়ন্তী, নিঙ্গোল চাকোবা উপলক্ষে ৬ নভেম্বর গ্যাংটক, ইম্ফল, কানপুর, লখনউ আর শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
> ছটপুজো উপলক্ষে ১০ নভেম্বর পাটনা আর রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে, অন্যদিকে ১১ নভেম্বর ছটপুজোর জন্য পাটনায় ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
> ১২ নভেম্বর ওয়াংলা উৎসবের কারণে শিলংয়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
> ১৯ নভেম্বর গুরু নানক জয়ন্তী আর কার্তিক পুর্ণিমার কারণে আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগঢ়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর,জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, দিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
> ২২ নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে বেঙ্গালুরুকে ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে।
> সেন্ট কুটসনেম উপলক্ষে ২৩ নভেম্বর শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: West Bengal Job: কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের খাদ্য দফতর, জানুন আবেদনের সময়সীমা

Next Article