Bank Strike: টাকা তুলে থাকুন, পরপর ২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক
Bank Strike: অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়নের (ইউএফবিইউ) সঙ্গে বৈঠক ছিল।

নয়া দিল্লি: সপ্তাহের শুরুতেই ভোগান্তির আশঙ্কা। পরপর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘট। যার প্রভাব পড়তে চলছে এটিএম পরিষেবাতেও। শুধু তাই নয়, প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কেও। গোটা দেশজুড়ে এই ব্যাঙ্ক ধর্মঘট হতে চলেছে। নিয়োগ বন্ধ। তারই প্রতিবাদে ব্যাঙ্ক বন্ধের ডাক দেওয়া হয়েছে। ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের’ ডাকে এই ব্যাঙ্ক ধর্মঘট ঘটতে চলেছে।
কবে বন্ধ ব্যাঙ্ক? কেনই বা এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে?
অভিযোগ, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়নের (ইউএফবিইউ) সঙ্গে বৈঠক ছিল। ব্য়াঙ্ক কর্মী সংগঠনগুলির মঞ্চের দাবি, দীর্ঘদিন ধরেই নিয়োগ বন্ধ রয়েছে ব্যাঙ্কে। এর কারণে অনেক শূন্যপদ তৈরি হয়েছে। এত অল্প সংখ্য়ক কর্মী যে, তাঁদের দিয়ে গ্রাহকদের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
ব্য়াঙ্ক কর্মী সংগঠনগুলির একই সঙ্গে আরও অভিযোগ, পাঁচদিনের সপ্তাহ চালুর ক্ষেত্রেও আইবিএ সঠিক ভূমিকা পালন করেনি বলেই অভিযোগ। এর পাশাপাশি বিভিন্ন ভাতা চালুর কথা ছিল তবে তা এখনও হয়নি। এই সকল দাবিকে সামনে রেখে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-র সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ বৈঠক করে। তবে এই বৈঠক ব্যর্থ হয়। আর বৈঠক সফল না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত নেন কর্মীরা। সেই কারণে আগামী ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।





