Bar Council: হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভের জের, কলকাতায় প্রতিনিধি দল পাঠাচ্ছে বার কাউন্সিল
High Court: কাউন্সিলের চেয়ারম্যান মমন কুমার মিশ্র এদিন সাংবাদিক বৈঠক করে কলকাতা হাইকোর্টের ওই ঘটনাকে অত্যন্ত নিন্দাজনক বলে ব্যাখ্যা করেছেন।
নয়াদিল্লি ও কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সম্প্রতি যে নজিরবিহীন বিক্ষোভ দেখা গিয়েছিল আইনজীবীদের একাংশের, এবার সেই ঘটনার প্রতিবাদে চিঠি গেল বার কাউন্সিলের কাছে। বার কাউন্সিলের কাছে জমা পড়া সেই পিটিশনের প্রেক্ষিতে এবার রাজ্যে তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বার কাউন্সিল। যে অভিযোগ জমা পড়েছে, তার তীব্র নিন্দা করেছে বার কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান মমন কুমার মিশ্র এদিন সাংবাদিক বৈঠক করে কলকাতা হাইকোর্টের ওই ঘটনাকে অত্যন্ত নিন্দাজনক বলে ব্যাখ্যা করেছেন।
বার কাউন্সিলের তিন সদস্যের প্রতিনিধি দল কলকাতায় আসবেন। এখানকার পরিস্থিতি ঘুরে দেখে দিল্লিতে ফিরে তাঁরা হাইকোর্টের ঘটনা নিয়ে বার কাউন্সিলে একটি রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেবে বার কাউন্সিল। বার কাউন্সিলের চেয়ারম্যান মমন কুমার মিশ্র এদিন কড়া ভাষায় জানিয়েছেন, “আইনজীবীদের ভদ্রলোকের মতো ব্যবহার করা উচিত। কিন্তু দিনের পর দিন এই ধরনের ঘটনা বাড়ছে। যদি কোথাও কোনও ক্ষেত্রে আপত্তি থাকে, তাহলে তাঁরা প্রধান বিচারপতির কাছে যেতে পারতেন, কিংবা সংশ্লিষ্ট প্লাটফর্মে নিজেদের কথা জানাতে পারতেন।”
প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভ দেখা গিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন আইনজীবীদের একাংশ। মঙ্গলবার পরিস্থিতি চরমে উঠেছিল। দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছিল হাইকোর্ট চত্বর। এমনকী বিচারপতি মান্থার এজলাস বয়কটেরও ডাক দিয়েছিল হাইকোর্ট। সেই ঘটনার পর নিন্দায় সরব হয়েছিল বিভিন্ন মহল। পরিস্থিতি ক্রমেই তপ্ত হতে শুরু করেছিল। পরে বার অ্যাসোসিয়েশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, তারা বিক্ষোভকারীদের পাশে নেই। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন স্বয়ং অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি রাজাশেখর মান্থার কাছেও দুঃখ প্রকাশ করেছিলেন তিনি।
পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলে গেলেও হাইকোর্টের সেই ঘটনার রেশ গড়িয়েছে বার কাউন্সিল পর্যন্তও। অভিযোগ পেতেই কলকাতায় তিন সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে বার কাউন্সিল।