Video: চলন্ত ট্রেনে যাত্রীকে পেটাচ্ছেন টিকিট পরীক্ষক, প্রতিক্রিয়া দিলেন রেলমন্ত্রী

Train News: চলন্ত ট্রেনে যাত্রীর সঙ্গে টিকিট পরীক্ষকেই এই আচরণের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। যদিও টিকিট পরীক্ষক কেন যাত্রীকে পেটালেন, তা স্পষ্ট নয়। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। গোটা ঘটনায় রেলের তরফে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

Video: চলন্ত ট্রেনে যাত্রীকে পেটাচ্ছেন টিকিট পরীক্ষক, প্রতিক্রিয়া দিলেন রেলমন্ত্রী
চলন্ত ট্রেনে যাত্রীকে পেটাচ্ছেন টিকিট পরীক্ষক।Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 6:56 PM

নয়া দিল্লি: চলন্ত ট্রেনের মধ্যেই যাত্রীকে বেধড়ক পেটাচ্ছেন টিকিট পরীক্ষক। শুনতে অবিশ্বাস্য লাগলেও বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকল বারাউনি-লখনউ এক্সপ্রেস। সেই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একাজ করে অবশ্য রেহাই পাননি টিকিট পরীক্ষক। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রেল। প্রতিক্রিয়া দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।

ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে টিকিট পরীক্ষক এক যাত্রীকে দুবার উঠে দাঁড়াতে বলেন। ওই যাত্রী সিট ছেড়ে না ওঠায় তাঁকে থাপ্পড় মারেন টিকিট পরীক্ষক। তারপর ওই যাত্রীর মাফলার ধরে তাঁকে সিট থেকে টেনে তোলেন টিটিই। সেই সময়ে ওই যাত্রীকে বলতে শোনা যাচ্ছে, “স্যর, আমার কী ভুল রয়েছে?” টিকিট পরীক্ষকের তরফে এই প্রশ্নের কোনও জবাব মেলেনি। যে ব্যক্তি মোবাইলে ঘটনাটি রেকর্ডিং করছিলেন, তিনিও টিকিট পরীক্ষককে জিজ্ঞাসা করেন, “কেন তাঁকে মারছেন?” জবাবে টিটিই বলেন, “আপনি টিকিট দেবেন?”

চলন্ত ট্রেনে যাত্রীর সঙ্গে টিকিট পরীক্ষকেই এই আচরণের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। যদিও টিকিট পরীক্ষক কেন যাত্রীকে পেটালেন, তা স্পষ্ট নয়। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। তিনি বলেন, “যাত্রীকে টিটিই-র থাপ্পড় মারার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেই টিটিই-কে সাসপেন্ড করেছে রেল।” গোটা ঘটনায় রেলের তরফে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত বছরও এক মহিলা যাত্রীকে হেনস্থা করার অভিযোগে সাসপেন্ড হয়েছিল এক টিকিট পরীক্ষক। বেঙ্গালুরুর কৃষ্ণরাজপুরম রেলওয়ে স্টেশনের কাছে ওই টিকিট পরীক্ষক মদ্যপ অবস্থায় এক মহিলা যাত্রীকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ। সেই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তাঁকে সাসপেন্ড করে রেল কর্তৃপক্ষ।