Arjun Singh: করমণ্ডল দুর্ঘটনায় জখম শ্যামনগরের দুই শ্রমিক, আহতদের বাড়ি গিয়ে পাশে থাকার বার্তা অর্জুনের
Coromandel Express Derailed: শ্যামনগরের রাহুতার বাসিন্দা সঞ্জয় দত্ত এবং রবি বিশ্বাস পরিযায়ী শ্রমিক হিসাবে কেরলে কাজ করতে যাচ্ছিলেন। গতকালের অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে সওয়ারি ছিলেন তিনি।
ব্যারাকপুর: কারও গাফিলতিতে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলে সে নিশ্চয়ই সাজা পাবে। ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed) দুর্ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। একইসঙ্গে এই দুর্ঘটনায় আহত ও নিহতদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি। শুধু বার্তা দেওয়া নয়, এদিন নিজের কেন্দ্রে দুর্ঘটনাগ্রস্ত সঞ্জয় দত্তের বাড়িতেও যান সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।
জানা গিয়েছে, শ্যামনগরের রাহুতার বাসিন্দা সঞ্জয় দত্ত এবং রবি বিশ্বাস পরিযায়ী শ্রমিক হিসাবে কেরলে কাজ করতে যাচ্ছিলেন। গতকালের অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে সওয়ারি ছিলেন তিনি। দুর্ঘটনায় দুজনেই গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা গুরুতর জখম অবস্থায় মেদিনীপুরের হাসপাতালে ভর্তি। এদিন তাঁদের বাড়ি গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন সাংসদ অর্জুন সিং।
ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সাংসদ এলাকার মধ্যেই পড়ে শ্যামনগরের রাহুতা এলাকা। এদিন সেই এলাকার বাসিন্দা সঞ্জয় দত্তের বাড়িতে যান সাংসদ। ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার ও প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদারও তাঁর সঙ্গে সঞ্জয়ের বাড়িতে যান। তাঁরা সঞ্জয়ের চিকিৎসার ব্যাপারে সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
সঞ্জয়ের বাড়ি থেকে বেরোনোর পর ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন সাংসদ সঞ্জয় দত্ত। সাংসদ বলেন, “নিহত ও আহতদের পরিবারের পাশে সরকার আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” একইসঙ্গে এই ট্রেন দুর্ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে সে শাস্তি পাবে বলেও জানিয়েছেন অর্জুন সিং। তাঁর কথায়, “কারও গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটলে সে নিশ্চয়ই সাজা পাবে।”
প্রসঙ্গত, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্ঘটনাস্থলে গিয়ে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, “এই দুর্ঘটনায় দায়ীরা সাজা পাবে।”