Lottery Sambad: অনলাইনে বিদেশি লটারি কেটে ৪৪ কোটি টাকা জিতলেন ভারতীয়
গ্র্যান্ড প্রাইজ ৪৪ কোটি টাকা জেতার খবরটি প্রথমে বিশ্বাস করতে পারেননি কোরথ।
বেঙ্গালুরু: একেই বলে ভাগ্য! রাতারাতি কোটিপতি (Crorepati) হওয়ার কথা আখছার শোনা যায়। কিন্তু একেবারে বাড়িতে বসে বিদেশের লটারি কেটে মিলিয়োনিয়ার হওয়ার খবর কখনও শুনেছেন কি? সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) এক ব্যক্তির সঙ্গে। বিদেশের লটারির (Lottery) টিকিট কেটে গ্র্যান্ড প্রাইজ ৪৪ কোটি (Rs. 44 Crore) টাকা জিতেছেন তিনি।
ঠিক কী ঘটেছিল? বেঙ্গালুরুর বাসিন্দা অরুণ কুমার ভাটাক্কে কোরোথ আবু ধাবিতে (Abu Dhabi) বসবাসকারী এক বন্ধুর থেকে অনলাইনে সে দেশের লটারির টিকিট কেটে কোটিপতি হওয়ার কথা শুনেছিলেন। সেকথা শুনে তিনি একবার লটারির টিকিটও কেটেছিলেন। কিন্তু, কোনও শিকেয় ছেঁড়েনি। তারপর গত ২২ মার্চ ফের ভাগ্য যাচাই করতে কোরথ বাড়িতে বসে অনলাইনে আবু ধাবির একটি লটারি টিকিট কাটেন। আর সেই টিকটেই কেল্লাফতে! একেবারে গ্র্যান্ড প্রাইজ ৪৪ কোটি টাকা জেতেন তিনি।
যদিও গ্র্যান্ড প্রাইজ ৪৪ কোটি টাকা জেতার খবরটি প্রথমে বিশ্বাস করতে পারেননি কোরথ। তিনি বলেন, “প্রথমে যখন ফোন করে পুরস্কার জেতার খবর দেওয়া হয়, আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম, ভুয়ো ফোন। আমি ফোন কেটে দিই। পরে আবার অন্য নম্বর থেকে ফোন করে খবরটি জানানো হয়।”
কত টাকা জিতেছেন কোরথ? অরুণ কুমার ভাটাক্কে কোরোথ গ্র্যান্ড প্রাইজ হিসাবে দিরহাম ২০ মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি ৭৫ লক্ষ ৬৭ হাজার ৫৭১ টাকা জিতেছেন। তাঁর লটারির টিকিট নম্বর হল, 261031। এভাবে লটারিতে এত টাকা পেয়ে বিশ্বাস করতে পারছেন না কোরথ। তাঁর কথায়, “মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।”
তবে ভারতীয় নাগরিক হিসাবে কোরথ একা নন, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও গিয়েছে ভারতীয়ের ঝুলিতে। বাহরাইনে বসবাসকারী ভারতীয় নাগরিক সুরেশ মাথান আবু ধাবির ওই লটারির কেটে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার হিসাবে দিরহাম ১ লক্ষ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ লক্ষ ৩৭ হাজার ৮৩৭ টাকা। আর তৃতীয় পুরস্কার পেয়েছেন ওমানে বসবাসকারী ভারতীয় নাগরিক মহম্মদ শেফিক।