Rajasthan: মোদী-গেহলট-রাজের উপস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ভজনলাল শর্মার
Bhajanlal Sharma take oath: তিনজনকেই শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কালরাজ মিশ্র। জয়পুরের রামনিবাস বাগে এই অনুষ্ঠান হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ।
জয়পুর: শুক্রবার (১৫ ডিসেম্বর), রাজস্থানের ১৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভজনলাল শর্মা। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরওয়া। তিনজনকেই শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কালরাজ মিশ্র। জয়পুরের রামনিবাস বাগের অ্যালবার্ট হলে এই অনুষ্ঠান হয়। এই তিনজন ছাড়া, আর কোনও মন্ত্রী এদিন শপথ নেননি। পরবর্তী সময়ে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে বলে জানা গিয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র সিং শেখাওয়াত প্রমুখ। এমনকি, শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলটও। ছিলেন আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থান বিজেপির অন্যতম বড় নেত্রী বসুন্ধরা রাজেও। প্রসঙ্গত, এই বারও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন বসুন্ধরা রাজে। শেষ পর্যন্ত তিনিই মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মার নাম ঘোষণা করেন।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে জয়পুরের একটি মন্দিরে প্রার্থনা করেন ভজনলাল শর্মা। তার আগে বাবা-মায়ের পা ধুইয়ে দিয়ে প্রণাম করেন তিনি। অনুষ্ঠানস্থলে এদিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। নেতা-নেত্রীদের পাশাপাশি, এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন বহু সাধারণ মানুষও। গত মঙ্গলবার, বিজেপির পর্যবেক্ষকদের উপস্থিতিতে, রাজস্থানের বিজেপি বিধায়করা ভজনলাল শর্মাকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিলেন। রাজনাথ সিং-এর উপস্থিতিতে ভজনলালের নাম ঘোষণা করেন বসুন্ধরা রাজে। এইবারই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছেন ভজনলাল। তবে এর আগে ৪ মেয়াদে তিনি দলের রাজ্য সভাপতি ছিলেন।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে, রাজস্থানের আসনের মধ্যে ১১৫টি আসন জিতেছে বিজেপি। কংগ্রেস জিততে পেরেছে মাত্র ৬৯টি আসনে। মুখ্যমন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথই অনুসরণ করবেন বলে জানিয়েছেন ভজনলাল। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই তিনি প্রধানমন্ত্রী মোদী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ধন্যবাদ জানাতে চাই। আমার নাম প্রস্তাব করার জন্য আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও ধন্যবাদ জানাব।”