Bhanuben Babariya:ভূপেন্দ্রর ক্যাবিনেটে একমাত্র মহিলা মুখ, কে এই ভানুবেন বাবারিয়া?

Bhanuben Babariya: ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি এদিন শপথ নিয়েছেন আরও ১৬ জন মন্ত্রী। শপথ নিয়েছেন তাঁর ক্য়াবিনেটের একমাত্র মহিলা মন্ত্রী ভানুবেন বাবারিয়াও।

Bhanuben Babariya:ভূপেন্দ্রর ক্যাবিনেটে একমাত্র মহিলা মুখ, কে এই ভানুবেন বাবারিয়া?
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 7:02 PM

গান্ধীনগর: সোমবার দ্বিতীয়বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মোদীর উপস্থিতিতেই পরবর্তী ৫ বছরের জন্য গুজরাটের বাসিন্দাদের পরিষেবা দেওয়ার দায়িত্ব তুলে নিলেন কাঁধে। এদিন ভূপেন্দ্রর পাশাপাশি শপথ নিলেন আরও ১৬ জন মন্ত্রী। আর এই ১৬ জন মন্ত্রীর মধ্যে গুজরাটের মন্ত্রিসভায় রয়েছেন একজন মহিলা মন্ত্রী।

একমাত্র মহিলা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভানুবেন মনোহরভাই বাবারিয়া। ভূপেন্দ্রর মন্ত্রিসভায় একমাত্র মহিলা মুখ ভানুবেনই। কে এই ভানুবেন বাবারিয়া? সদ্য সমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনে রাজকোট গ্রামীণ কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই আসনে কংগ্রেস ও আপের প্রার্থীকে হারিয়ে নির্বাচনে বিপুল জয় পান তিনি। এই আসনে তিনি ৫২.৫৪ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর ঝুলিতে মোট পড়েছে ১১৯,৬৯৫ টি ভোট। যেখানে কংগ্রেস প্রার্থী বাথওয়ার সুরেশকুমার কারশানভাই তাঁর ধারে কাছে আসতে পারেননি।

কে ভানুবেন বাবারিয়া?

এই নিয়ে তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন বাবারিয়া। এর আগে ২০০৭ সালে ও ২০১২ সালে রাজকোট গ্রামীণ কেন্দ্র থেকেই তিনি দু’বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০১২ সালে তিনি কংগ্রেসের সাগাথিয়া লাখাভাই জেঠাভাইকে হারিয়ে দেন। বর্তমানে তিনি রাজকোট পুরনিগমের একজন কাউন্সিলরও।

ভানুবেন ছাড়া আর কে কে রয়েছেন ভূপেন্দ্রর মন্ত্রিসভায়?

কার্যতই আজকের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল তারকাখচিত। তাবড় তাবড় কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের সামনে শপথ নিলেন ১৬ জন মন্ত্রী। এদিন শপথ নিলেন কানুভাই দেসাই, রাঘবজি প্যাটেল, রুষিকেশ প্যাটেল, কুবের দিন্দোর, মুলুভাই বেরা, কুভারজি বাভালিয়া, বলওয়ান্তসিং রাজপুত। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির হর্ষ সাংভি ও জগদীশ বিশ্বকর্মা, প্রফুল পানশেরিয়া, কুনভারজি হলপতি ও পারশোত্তম সোলাঙ্কি।