Film Director Death: হোটেলের রুম থেকে উদ্ধার বিখ্যাত পরিচালকের দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য
Bhojpuri Film Director: পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যশবীর সিং বলেন, "হোটেল থেকে পরিচালকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।"

লখনউ: রহস্য মৃত্যু ভোজপুরী সিনেমা পরিচালকের (Bhojpuri Film Director)। হোটেল রুম থেকে উদ্ধার করা হয় ভোজপুরী পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারির দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) সোনভদ্রে (Sonbhadra)। বুধবার সেখানের একটি হোটেল রুম থেকে ওই পরিচালকের নিথর দেহ উদ্ধার করা হয়। উত্তর প্রদেশে তিনি একটি সিনেমার শ্যুটিংয়ে গিয়েছিলেন, ওই হোটেলে সিনেমার ক্রু-র সদস্যরাও উপস্থিত ছিলেন।
উত্তর প্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, সোনভদ্র জেলার হোটেল তিরুপতি হোটেলে থাকছিলেন ভোজপুরী পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারি। দুইদিন আগেও সিনেমার শ্যুটিং হয়েছিল বলে জানা গিয়েছে। বুধবার সকালে ডাকাডাকি করা হলেও, ওই পরিচালক ঘর থেকে বের হননি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে পরিচালকের নিথর দেহ উদ্ধার করা হয়।
উত্তর প্রদেশের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যশবীর সিং বলেন, “হোটেল থেকে পরিচালকের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী তদন্ত শুরু করা হবে।”
